ওয়েবে ইনিংস শুরু করলেন করিশ্মা তন্না, ৪ ফেব্রুায়ারি আসছেন Zee 5-এ

Last Updated:

ছবির নাম 'লাহোর কনফিডেনশিয়াল'। ছবিতে রয়েছেন রিচা চড্ডা, করিশমা তন্না ও অরুণোদয় সিং। ছবিটি পরিচালনা করেছেন কুণাল কোহলি।

ARUNIMA DEY
#মুম্বই: প্রেমের গল্পের মোড়কে দেশাত্মবোধ, সঙ্গে থ্রিলারের নির্যাসে ভরপুর ছবি, 'লাহোর কনফিডেনশিয়াল'। ছবিতে রয়েছেন রিচা চড্ডা, করিশমা তন্না ও অরুণোদয় সিং। ছবিটি পরিচালনা করেছেন কুণাল কোহলি।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করেন রিচা। তবে 'লাহোর কনফিডেনশিয়াল' দিয়ে ott- তে ইনিংস শুরু করলেন করিশ্মা। একেবারে নতুন জমিতে পা রাখলেন নায়িকা। রিচা ও অরুণোদয়-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন নায়িকা। তাঁর কথায়, ' রিচা ও অরুণোদয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। রিচাকে আমি আগে থেকে চিনতাম। আমাদের আলাপ ছিল। কিন্তু অরুণোদয়ের সঙ্গে এই ছবি করতে গিয়েই আলাপ হল।  কিন্তু প্রথম দিন দেখা হওয়ার সময় একেবারে মনে হয়নি অচেনা কারও সঙ্গে কথা বলছি। ওঁরা দুজনেই সহ অভিনেতা হিসেবে খুব ভাল। অনেক কিছু শিখতে পেরেছি। আশা করবো ওঁদের সঙ্গে আবার কাজ করার সুযোগ হবে।'
advertisement
advertisement
এই ছবিতে নিজের লুক নিয়ে খুব খুশি করিশ্মা। তিনি বললেন, 'আমার চরিত্রের মতো, লুকটাও বেশ ভিন্ন। নির্দিষ্ট কোনও ধাঁচে ফেলা যাবে না। ফিউশন লুক বলা যায়।  কিছুটা ইন্ডো-ওয়েস্টার্ন। তবে একটুখানি লখনউ, করাচির ফ্লেভার রয়েছে। কাজল কালো চোখ ও নোস রিং দিয়ে লুকটাকে কমপ্লিট করা হয়েছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
advertisement
একজন সাধারণ ভারতীয় মেয়ের গল্প বলে এই ছবি। প্রথাগত জীবন কাটাচ্ছে। উর্দু সাহিত্য খুব ভালবাসে সে। পাকিস্তানে সিক্রেট এজেন্ট হয়ে যেতে হয় তাঁকে। সেখানে গিয়ে সে প্রেমে পড়ে যায়। দুই দেশের, দুই গুপ্তচরের প্রেমের গল্প বলে এই ছবি। ব্যক্তিগত ভালবাসা ও দেশপ্রেমের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরে এই ছবি। ৪ ফেব্রুয়ারি, জি ফাইভ-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওয়েবে ইনিংস শুরু করলেন করিশ্মা তন্না, ৪ ফেব্রুায়ারি আসছেন Zee 5-এ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement