ARUNIMA DEY
#মুম্বই: প্রেমের গল্পের মোড়কে দেশাত্মবোধ, সঙ্গে থ্রিলারের নির্যাসে ভরপুর ছবি, 'লাহোর কনফিডেনশিয়াল'। ছবিতে রয়েছেন রিচা চড্ডা, করিশমা তন্না ও অরুণোদয় সিং। ছবিটি পরিচালনা করেছেন কুণাল কোহলি।
এই ছবিতে নিজের লুক নিয়ে খুব খুশি করিশ্মা। তিনি বললেন, 'আমার চরিত্রের মতো, লুকটাও বেশ ভিন্ন। নির্দিষ্ট কোনও ধাঁচে ফেলা যাবে না। ফিউশন লুক বলা যায়। কিছুটা ইন্ডো-ওয়েস্টার্ন। তবে একটুখানি লখনউ, করাচির ফ্লেভার রয়েছে। কাজল কালো চোখ ও নোস রিং দিয়ে লুকটাকে কমপ্লিট করা হয়েছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
একজন সাধারণ ভারতীয় মেয়ের গল্প বলে এই ছবি। প্রথাগত জীবন কাটাচ্ছে। উর্দু সাহিত্য খুব ভালবাসে সে। পাকিস্তানে সিক্রেট এজেন্ট হয়ে যেতে হয় তাঁকে। সেখানে গিয়ে সে প্রেমে পড়ে যায়। দুই দেশের, দুই গুপ্তচরের প্রেমের গল্প বলে এই ছবি। ব্যক্তিগত ভালবাসা ও দেশপ্রেমের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরে এই ছবি। ৪ ফেব্রুয়ারি, জি ফাইভ-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।