হোম /খবর /বিনোদন /
ছয় মাস মেয়ে’কে স্তনদুগ্ধ পান করিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা কল্কি

ছয় মাস মেয়ে’কে স্তনদুগ্ধ পান করিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কল্কি কোয়েচলিন

তাঁর সন্তানের ছয় মাস পূর্ণ হওয়ার পর বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহে সেই অসাধারণ অভিজ্ঞতার কথাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কল্কি ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন৷ মেয়ের নাম রেখেছেন স্যাফো ৷ মেয়ের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কল্কি জানিয়ে ছিলেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মেয়েকে জন্ম দিয়েছেন কল্কি ৷ শুধু তাই নয়, সন্তান প্রসবের সময় ওয়াটার থেরাপিকেই কাজে লাগিয়েছিলেন কল্কি !

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কল্কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাচ্চাকে প্রাকৃতিক পদ্ধতিতেই জন্ম দেবেন । তার মধ্যে ওয়াটার থেরাপির কথাই ভেবে রেখেছিলেন তিনি । কিন্তু সন্তানের জন্মের সময় প্রবল প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় তাঁকে । কল্কি জানিয়েছিলেন, একটা সময় সমস্ত আশা ছেড়ে দেন তিনি, তবে অবশেষে সব ঠিক হয়ে যায়।

সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারেও বরাবরই খোলাখুলি মুখ খুলেছেন নায়িকা। ছয় মাস পর্যন্ত সন্তানের শুধুই স্তনদুগ্ধ পান করার ব্যাপারে তিনি ছিলেন সচেতন । তাঁর সন্তানের ছয় মাস পূর্ণ হওয়ার পর বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহে সে কথাই ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Kalki Koechlin, World Breastfeeding Week