Kajol-Nysa: 'নাইসা-যুগ মায়ের ছবি দেখতেই চান না', কিন্তু কেন? কাজল মুখ খুলতেই..., জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Kajol-Nysa: কেন মেয়ে নাইসা আর ছেলে যুগ মায়ের ছবি দেখতে চান না, সেই কারণটা এত দিনে নেটফ্লিক্সে দো পাত্তি মুক্তির আগেএক্সক্লুসিভ ইন্টারভিউতে জানালেন কাজল।

নাইসা মায়ের ছবি দেখতেই চান না
নাইসা মায়ের ছবি দেখতেই চান না
মুম্বই: “মেয়ে বিদেশে পড়াশোনা করে, আমার ছবি দেখানোর জন্য ওকে এখানে টেনেহিঁচড়ে তো আর আনতে পারি না! কাজেই ছেলেটাকে ব্ল্যাকমেল করি। আর কী বা করব! আমি আমার মতো চেষ্টা করে যাই আর ওরাও বদ্ধপরিকর যে আমার ছবি দেখবে না”, এত দিন এই কথাই বলে এসেছেন কাজল। কিন্তু কেন মেয়ে নাইসা আর ছেলে যুগ মায়ের ছবি দেখতে চান না, সেই কারণটা এত দিনে নেটফ্লিক্সে দো পাত্তি মুক্তির আগে News18 Showsha-কে দেওয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিউতে জানালেন।
“ওরা দুজনেই দো পাত্তির ট্রেলার দেখেছে, বলেছে ওদের সত্যিই ভাল লেগেছে। আমিও সেই সুযোগে বললাম তাহলে ছবিটা দেখতেই হবে”, বলছেন কাজল। সঙ্গেও এও জানাতে ভুলছেন না, “আমার ছেলে চুপচাপ শুধু মাথা নাড়ল। কিন্তু নাইসা নানা ছুতো দিল- আমি এখন সুইজারল্যান্ডে আছি, ইউনিভার্সিটিতে আছি, সামনে পরীক্ষাও আছে ইত্যাদি”!
ইন্টারভিউতে কাজলের সঙ্গে হাজিরা দিয়েছিলেন ছবির সহ-অভিনেত্রী কৃতী শ্যাননও। এই জায়গায় এসে কৃতী বলে ওঠেন, “তোমার বলা উচিত ছিল এটা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে, যে কোনও জায়গা থেকে ওরা এটা দেখতে পারবে”! হেসে ফেলেন কাজল এবার। বলেন, “আমি শুধু যখনই সময় হবে ছবিটা ওকে দেখার অনুরোধটুকু করতে পারি”।
advertisement
advertisement
অবাক হবেন সবাই, সত্যিই তো, মায়ের ছবি কেন দেখতে চান না নাইসা আর যুগ! কাজল কিন্তু সে কথা লুকিয়ে রাখেননি। “আসলে আমার অভিনীত চরিত্র যখন কাঁদে, ওরা মনে করে ওদের মা-ই কাঁদছে। আমি যা-ই করি, ওদের মনে হয় বাস্তবে সেটাই ঘটেছে আমার সঙ্গে। ওরা তফাত করতে পারে না, ফলে আমার অভিনয় ওদের খুবই প্রভাবিত করে ফেলে”, জানিয়েছেন নায়িকা।
advertisement
কৃতী ফের মনে করিয়ে দেন যে দো পাত্তি ছবিতে কাজলের কান্নাকাটির দৃশ্য নেই। এই প্রথম এত বছরের কেরিয়ারে রুপোলি পর্দায় কাজলের গায়ে পুলিশের ইউনিফর্ম উঠল। সে কথা মনে করে কাজল বলেন, “একদম, ওদের বলতে হবে যে এবার আর আমি কাঁদিনি! সত্যি বলতে কী, এবার আমি লোকজনকে চড়থাপ্পড় মেরেছি। আশা করি এবার ওরা আমার ছবি দেখবে”।
advertisement
মজার ব্যাপার, মায়ের অভিনয় দেখার ব্যাপারে এতটা স্পর্শকাতর হয়ে পড়লেও নাইসা আর যুগ কিন্তু বাবা অজয় দেবগণের ছবি দিব্যি দেখে যান, সেই সময়ে ওঁদের কোনও অসুবিধা হয় না। এটাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ কাজলই! কী আর করা- ছেলেমেয়েরা মায়ের ব্যাপারে একটু বেশি সংবেদনশীল তো হয়েই থাকে!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol-Nysa: 'নাইসা-যুগ মায়ের ছবি দেখতেই চান না', কিন্তু কেন? কাজল মুখ খুলতেই..., জানলে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement