বুধবার সকালে ইরফান, বৃহস্পতিবারে ঋষি ! একদিনের অন্তরে চলে গেলেন দুই মহান তারকা

Last Updated:

ইরফান খানের মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি গোটা দেশ, গোটা বিশ্ব ৷ তার আগেই বৃহস্পতিবার সকাল সকাল গোটা দেশের ঘুম ভাঙল আরেক খারাপ খবরে ৷

#মুম্বই: ইরফান খানের মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি গোটা দেশ, গোটা বিশ্ব ৷ তার আগেই বৃহস্পতিবার সকাল সকাল গোটা দেশের ঘুম ভাঙল আরেক খারাপ খবরে ৷ চলে গেলেন বলিউডের অন্যতম প্রিয় নায়ক ঋষি কাপুর ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি ৷ দেখুন কী ট্র্যাজেডি ৷ বুধবার সকাল ১১ টা নাগাদ চলে গেলেন বলিউডের অন্যতম অভিনেতা ইরফান খান ৷ আর বৃহস্পতিবার সকালে ঋষি কাপুর ৷
ইরফান ও ঋষি দু’জনেই ভুগছিলেন মারণ রোগ ক্যানসারে ৷ ২০১৮ সাল থেকে ঋষির লিউকোমিয়ার চিকিৎসা চলছিল আমেরিকায় ৷ আর অন্যদিকে ইরফানের চিকিৎসা চলছিল লন্ডনে ৷ দু’জনেই জীবনের সঙ্গে লড়ছিলেন ৷ দু’জনেই হেরে গেলেন ৷
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত ‘ডি-ডে’ ছবিতে ঋষি কাপুর ও ইরফান খানকে দেখা গিয়েছিল একসঙ্গে অভিনয় করতে ৷ দর্শক দু’জনের অভিনয়ের প্রশংসাও করেছিল ৷  মৃত্যুতেও সেই দুই নায়ক যেন জুটি !
advertisement
advertisement
ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে ৷ কাপুর পরিবার এই বার্তায় লিখলেন, ‘প্রিয় ঋষি কাপুর আজ আর নেই ৷ বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন ৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন ৷ গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে ৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ৷’
advertisement
এই বার্তায় কাপুর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ের মুখে ৷ করোনার প্রকোপ ৷ রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় ৷ তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান ৷ তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা ৷ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বুধবার সকালে ইরফান, বৃহস্পতিবারে ঋষি ! একদিনের অন্তরে চলে গেলেন দুই মহান তারকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement