Rajkummar Rao: প্রিয়জনকে হারালেন রাজকুমার রাও, উৎসবের আবহে শোকের ছায়া অভিনেতার পরিবারে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rajkummar Rao: বলিউডের জনপ্রিয় তারকা রাজকুমার রাওয়ের পরিবারে আচমকাই নেমে এল শোকের ছায়া৷ উৎসবের আবহে প্রিয়জনকে হারালেন বলিউড অভিনেতা রাজকুমার রাও৷
মুম্বই: বলিউডের জনপ্রিয় তারকা রাজকুমার রাওয়ের পরিবারে আচমকাই নেমে এল শোকের ছায়া৷ উৎসবের আবহে শোকের ছায়া অভিনেতার পরিবারে৷ আচমকা প্রিয়জনকে হারালেন বলিউড অভিনেতা রাজকুমার রাও৷ ছেড়ে চলে গেল প্রিয় পোষ্য৷ সারমেয় গাগার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তারকা-দম্পতি৷
প্রিয় পোষ্য গাগার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন অভিনেতা৷ তারকা দম্পতি সঙ্গে আদুরে মুহূর্তের ছবিতে গাগাকে নানা মুডে দেখা গেছে৷ পোষ্য গাগার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ক্যাপশনও লিখেছেন অভিনেতা৷
advertisement
advertisement
পোস্টের ক্যাপশনে লিখেছেন- প্রিয় সোনা বাচ্চা গাগাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বছরগুলোকে সুন্দর করে তোলার জন্য। বহু বার তুমি আমাদের দিশা দেখিয়েছ, আমাদেরকে শিখিয়েছ কীভাবে ভাল থাকতে হয়। কীভাবে দুঃখেও নিজেকে ভাল রাখতে হয়। আমাদের দেখে শুনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার কথা বাবা-মায়ের সব সময় মনে পড়বে। প্রত্যেক জন্মে যেন তোমার সঙ্গে আমাদের দেখা হয়। তুমি সব সময় আমাদের সোনা বাচ্চা হয়ে থাকবে। আমরা তোমাকে খুব ভালবাসি, খুব মিস করব।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 5:46 PM IST