Rajkummar Rao on Fuchka: ফুচকা না গোলগাপ্পা? বাঙালি স্ত্রীর সঙ্গে তর্ক রাজকুমারের, শেষমেশ নায়কের মন জিতল কোনটি জানেন! দেখুন ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rajkummar Rao on Fuchka: এই তর্কে শামিল হতে হয়েছে রাজকুমারকেও। কারণ তিনি দিল্লির ছেলে হলেও তাঁর স্ত্রী পত্রলেখা কলকাতার মেয়ে। বাঙালি কন্যা। অভিনেত্রী তো ফুচকা খেয়ে বড় হয়েছেন। আর অভিনেতা গোলগাপ্পা।
মুম্বই: খাস দিল্লির ছেলে রাজকুমার রাও। রাজধানীর স্ট্রিট ফুড খেয়েই বড় হয়েছেন তিনি। তার মধ্যে গোলগাপ্পা তো অন্যতম। এই গোলগাপ্পার আরও কয়েকটি নাম রয়েছে অঞ্চলভেদে। কোথাও ফুচকা, কোথাও পানিপুরি। কিন্তু প্রত্যেকটির মধ্যে অল্পসল্প তফাৎ রয়েছে। দেশের বিভিন্ন অংশে এই তর্ক বিদ্যমান, গোলগাপ্পা বেশি ভাল না ফুচকা, পানিপুরি বেশি ভাল না ফুচকা?
এই তর্কে শামিল হতে হয়েছে রাজকুমারকেও। কারণ তিনি দিল্লির ছেলে হলেও তাঁর স্ত্রী পত্রলেখা কলকাতার মেয়ে। বাঙালি কন্যা। অভিনেত্রী তো ফুচকা খেয়ে বড় হয়েছেন। আর অভিনেতা গোলগাপ্পা। কিন্তু রাজকুমারের কোনটা বেশি পছন্দ জানেন?
advertisement
advertisement
একটি সাক্ষাৎকারে খাবারদাবার নিয়ে কথা বলতে গিয়ে রাজকুমার সেটির উত্তর দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার বলছেন, ‘‘আমার ইচ্ছে হলে রাস্তায় বেরিয়ে ফুচকাও খাই।’’ প্রশ্নকর্তা খানিক অবাক হয়ে জানতে চান, রাজকুমার দিল্লির ছেলে হয়েও ফুচকা কেন বলছেন, তাঁর তো গোলগাপ্পা বলার কথা।
আরও পড়ুন: ঋতুপর্ণার পাশে সুদীপ্তা! ‘আপনারা কি ভুলে গেছেন…’ বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর
advertisement
রাজকুমারের উত্তর, ‘‘হ্যাঁ জানি। এটার একটা কারণ আছে। পত্রলেখা বাঙালি। আমি দিল্লি-গুরগাঁওর ছেলে। ফুচকা বেশি ভাল নাকি গোলগাপ্পা, এই তর্ক আমাদের প্রচুর হয়েছে। তার পর আমরা একবার কলকাতায় যাই। পত্রলেখা বলল, চলো আজ আমি তোমায় ফুচকা খাওয়াই। আজই এর মীমাংসা হোক। আমিও বলি, হ্যাঁ হ্যাঁ খাওয়াও। কিন্তু সত্যিই ফুচকা বেশি ভাল খেতে। ওটার মধ্যে তেঁতুল এবং আরও কিছু মেশায়। আমি গোলগাপ্পাকে খারাপ বলছি না। দিল্লি গেলে আমি চাটই খাই। কিন্তু ফুচকার আলাদাই স্বাদ। দারুণ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 3:34 PM IST