Lata Mangeshkar: লতা মঙ্গেশকরকে 'কুৎসিত' বলেছিলেন রাজ কাপুর! তা-ও একবার নয়, বার বার সবার সামনেই

Last Updated:

সত্যম শিবম সুন্দরম সম্পর্কে এক সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন রাজ।

#মুম্বই: ভারতীয় চলচ্চিত্র জগতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) 'কুৎসিত' বলেছিলেন অভিনেতা রাজ কাপুর (Raj Kapoor)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! বলা হয়, রাজ কাপুরের ১৯৭৮ সালের 'সত্যম শিবম সুন্দরম' (Satyam Shivam Sundaram) ছবিতে গান গেয়ে সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন লতা। কিন্তু রাজ কাপুর এই ছবির প্রসঙ্গে লতার লুকের প্রশংসা করেননি। তাঁর মেয়ে ঋতু নন্দা (Ritu Nanda) ২০০২ সালের বই রাজ কাপুর স্পিকস (Raj Kapoor Speaks)-এ নেপথ্যের রহস্যটি প্রকাশ করেছিলেন।
বইটিতে রাজ কাপুরকে উদ্ধৃত করে বলা হয়েছে যে তিনি এমন এক গল্পের চিত্রায়ণ করতে চেয়েছিলেন যেখানে একজন পুরুষ এক মহিলার অপূর্ব কণ্ঠস্বর শুনে মুগ্ধ হচ্ছেন, যদিও সেই মহিলা তাঁর কণ্ঠস্বরের মতো রূপবতী নন। আর সেই নারীর চরিত্রে লতা মঙ্গেশকরকে কাস্ট করতে চেয়েছিলেন তিনি। রাজ বিশ্বাস করতেন যে ভালোবাসা সম্পর্কের বিশুদ্ধতার উপরে নির্ভর করে, শারীরিক সৌন্দর্যের উপরে নয়। সেখান থেকেই এমন এক গল্প নিয়ে কাজ করতে চেয়েছিলেন। জানা যায়, লতা মঙ্গেশকর ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন তবে পরে কোনও কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।
advertisement
সাংবাদিক বীর সাংভির (Vir Sanghvi) আত্মজীবনীতে রাজ কাপুর সম্পর্কে অনেক কিছুই লেখা রয়েছে। সাংভি বলেছেন, যে সত্যম শিবম সুন্দরম সম্পর্কে এক সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন রাজ। তিনি বলেছিলেন, ‘একটা পাথর হাতে নিন। তাতে কিছু ধর্মীয় চিহ্ন রাখুন এবং তাতেই তা ঈশ্বরে পরিণত হবে। আপনি কী ভাবে কোন বিষয় দেখেন, এই দৃষ্টিভঙ্গীটাই গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা সুন্দর কণ্ঠস্বর শুনতে পেলেন। কিন্তু পরে আবিষ্কার করলেন যে এটি একটি কুৎসিত মেয়ের কন্ঠ’।
advertisement
advertisement
রাজ কাপুর একটু থেমে আরও বলেছিলেন যে এই ' কুৎসিত' ব্যাপারটার প্রসঙ্গ আসতেই রেগে গিয়েছিলেন লতা। সেই প্রথম নয়, বীর সাংভি তাঁর সেই আত্মজীবনীতে দাবি করেছেন এর আগেও এই ছবির স্বার্থে রাজ জানিয়েছিলেন লতার রূপ এবং গলার স্বরের মধ্যে যে এই বৈপরীত্য, সেই বিষয়টাই ভীষণভাবে টেনেছিল তাঁকে। জানা যায়, এই সিনেমায় আর গান গাইবেন না বলে মনস্থির করেছিলেন বলিউডের সুরসম্রাজ্ঞী। পরে অবশ্য তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করে নেন রাজ!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar: লতা মঙ্গেশকরকে 'কুৎসিত' বলেছিলেন রাজ কাপুর! তা-ও একবার নয়, বার বার সবার সামনেই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement