বেঁচে আছেন কাদের খান, 'মিথ্যে' রটেছে জানালেন অভিনেতার ছেলে
Last Updated:
সংবাদ সংস্থা পিটিআই-কে সরফরাজ বলেছেন, 'এই খবরটা সম্পূর্ণ মিথ্যে৷ একেবারেই রটনা৷ আমার বাবা হাসপাতালে৷' শ্বাসকষ্ট নিয়ে কানাডার হাসপাতালে চিকিত্সাধীন বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খান৷
#ওটাওয়া:জীবিত রয়েছেন অভিনেতা কাদের খান৷ কানাডা থেকে টুইট করে জানালেন কাদের খানের ছেলে সরফরাজ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাবা ভর্তি রয়েছেন কানাডার হাসপাতালে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত মৃত্যুর খবর মিথ্যে৷
সংবাদ সংস্থা পিটিআই-কে সরফরাজ বলেছেন, 'এই খবরটা সম্পূর্ণ মিথ্যে৷ একেবারেই রটনা৷ আমার বাবা হাসপাতালে৷' শ্বাসকষ্ট নিয়ে কানাডার হাসপাতালে চিকিত্সাধীন বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খান৷ ৮১ বছরের অভিনেতাকে রেগুলার ভেন্টিলেটর থেকে BiPAP ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক৷
T 3041 - KADER KHAN .. actor writer of immense talent .. lies ill in Hospital .. PRAYERS and DUAS for his well being and recovery .. saw him perform on stage, welcomed him and his prolific writing for my films .. great company, a Libran .. and many not know , taught Mathematics ! pic.twitter.com/yE9SSkcPUF
— Amitabh Bachchan (@SrBachchan) December 28, 2018
advertisement
advertisement
সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত কাদের খান৷ এই রোগে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হাঁটতে পারেন না ও শরীরে ভারসাম্য থাকে না৷ অমিতাভ বচ্চন শুক্রবার টুইট করে কাদের খানের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অমিতাভ টুইটারে লেখেন, 'কাদের খান একজন অসাধারণ প্রতিভা৷ হাসপাতালে রোগশয্যায়৷ ওঁকে স্টেজে পারফর্ম করতে দেখেছি, দেখেছি সিনেমার অনবদ্য স্ক্রিপ্ট লেখার দক্ষতা৷ দারুণ বন্ধু৷ অনেকেই জানেন না উনি এক সময় অঙ্কের শিক্ষক ছিলেন৷'
advertisement
কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান৷ ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে 'দাগ' ছবিতে বলিউডে ডেবিউ৷ ৩০০ ছবিতে কাজ করেছেন তিনি৷ এছাড়াও ২৫০টি ছবির সংলাপ লিখেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2018 8:49 AM IST