বাঁচার জন্য কীভাবে লড়েছেন তিনি, ট্যুইটারে নিজেই বার বার জানিয়েছেন ইরফান !

Last Updated:

বাঁচার জন্য কীভাবে লড়েছেন তিনি, ট্যুইটারে নিজেই বার বার জানিয়েছেন ইরফান !

মুম্বই প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ মস্তিষ্কে এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’। লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছিল হোমি আদজানির ‘অংরেজি মিডিয়াম’ ছবিতে ৷
শরীর খারাপের জন্যই শেষ ছবি ‘অংরেজি মিডিয়াম’-এর প্রোমোশনে দেখা যায়নি তাঁকে ৷ তবে ছবিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথম থেকেই সোশ্যাল নেটওয়ার্কে বার বার ছবি নিয়ে নানা কথা বলতেন তিনি ৷ এমনকী, ছবির একটি দৃশ্য ট্যুইট করে ইরফান লিখেছিলেন, আবার ফিরে আসছি ৷ সেই ফিরে আসা আর হলো না ! তাঁর আগেই চলে গেলেন বলিউডের ‘লড়াকু’ অভিনেতা ইরফান ৷
advertisement
মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনকে অন্যভাবে দেখেছিলেন ইরফান ৷ রোজই জীবন নিয়ে নতুন অনুভব হতো ইরফানের আর তাই তুলে ধরতেন সোশ্যাল নেটওয়ার্কে ৷
advertisement
মারণ রোগে আক্রান্ত হওয়ার পর তাঁ বাঁচার লড়াইটা যে কতটা কঠিন ছিল, ইরফানের ট্যুইটারে চোখ রাখলে তার ইঙ্গিত খুব সহজেই পাওয়া যায় ৷ এমনকী, রোগে আক্রান্ত হওয়ার পর ট্যুইটারেই তিনি জানিয়ে ছিলেন সে কথা ৷
advertisement
দেখুন তাঁর ট্যুইটগুলো---
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাঁচার জন্য কীভাবে লড়েছেন তিনি, ট্যুইটারে নিজেই বার বার জানিয়েছেন ইরফান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement