Kirron Kher: স্ত্রী ভুগছেন মারণ ক্যান্সারে, স্বামী অনুপম আবেগঘন পোস্টে লিখলেন, "কিরণ ফাইটার"

Last Updated:

গত বছর ঋষি কাপুরকে হারিয়েছে বলিউডে৷ তিনিও ভুগছিলেন ক্যান্সারে৷

#মুম্বই: স্ত্রীর মারণ ব্যাধির কথা নিশ্চিত করলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)৷ তিনি জানালেন যে অভিনত্রী এবং বিজেপি সাংসদ কিরণ খের (actress BJP MP Kirron Kher) ভুগছেন ব্লাড ক্যান্সারে (blood cancer)৷ পঞ্জাবে চলছে তাঁর চিকিৎসা৷ কিরণ খের মায়লোমায় (multiple myeloma) ভুগছেন, এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, শুরু হয় জল্পনা৷ এরপর চণ্ডীগড় বিজেপি সভাপতি অরুণ সুদ খবরের সত্যতা স্বীকার করে জানিয়ে দেন যে, কিরণ অসুস্থ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মলেন করে এই খবর জানান তিনি৷ এরপর কিরণ খেরের স্বামী এবং স্বনামধন্য অভিনেতা অনুপম খের স্ত্রীর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান৷ ছেলে সিকন্দর খের ও তাঁর বক্তব্য তুলে ধরেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় অনুপম খের লেখেন, "জল্পনা শুরু হয়েছিল কিরণের শারীরিক অবস্থা নিয়ে৷ তবে কোনও গুজব নয়, কিরণ ভুগছেন মাল্টিপল মায়লোমায়৷ এটা একটি ধরনের ব্লাড ক্যান্সার৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে এবং আমরা নিশ্চিত যে কিরণ এই যুদ্ধ জয়ী হবেন৷ কিরণ খুবই সাহসী মানসিকতার এবং লড়াকু৷ আমরা খুবই ভাগ্যবান যে কিরণের চিকিৎসা করছেন খুব যোগ্য চিকিৎসকরা৷ কিরণ খুব বড় মনের মানুষ, তাই অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছেন তিনি৷ তাঁর জন্য আর্শীবাদ ও প্রার্থণা করুন, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন৷" সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনুপম ও সিকন্দর খের৷
advertisement
advertisement
advertisement
গত বছর ঋষি কাপুরকে হারিয়েছে বলিউডে৷ তিনিও ভুগছিলেন ক্যান্সারে৷ চলছিল তাঁর চিকিৎসা৷ যদিও বলিউডে বহু তারকা রয়েছেন যাঁরা ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী৷ অনুরাগ বসু থেকে সোনালি বেন্দ্রে রয়েছেন সেই তালিকায়৷ আপাতত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কিরণ, এই কামনা করছেন সকলে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kirron Kher: স্ত্রী ভুগছেন মারণ ক্যান্সারে, স্বামী অনুপম আবেগঘন পোস্টে লিখলেন, "কিরণ ফাইটার"
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement