Kirron Kher: স্ত্রী ভুগছেন মারণ ক্যান্সারে, স্বামী অনুপম আবেগঘন পোস্টে লিখলেন, "কিরণ ফাইটার"

Last Updated:

গত বছর ঋষি কাপুরকে হারিয়েছে বলিউডে৷ তিনিও ভুগছিলেন ক্যান্সারে৷

#মুম্বই: স্ত্রীর মারণ ব্যাধির কথা নিশ্চিত করলেন অভিনেতা অনুপম খের (Anupam Kher)৷ তিনি জানালেন যে অভিনত্রী এবং বিজেপি সাংসদ কিরণ খের (actress BJP MP Kirron Kher) ভুগছেন ব্লাড ক্যান্সারে (blood cancer)৷ পঞ্জাবে চলছে তাঁর চিকিৎসা৷ কিরণ খের মায়লোমায় (multiple myeloma) ভুগছেন, এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, শুরু হয় জল্পনা৷ এরপর চণ্ডীগড় বিজেপি সভাপতি অরুণ সুদ খবরের সত্যতা স্বীকার করে জানিয়ে দেন যে, কিরণ অসুস্থ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মলেন করে এই খবর জানান তিনি৷ এরপর কিরণ খেরের স্বামী এবং স্বনামধন্য অভিনেতা অনুপম খের স্ত্রীর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান৷ ছেলে সিকন্দর খের ও তাঁর বক্তব্য তুলে ধরেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় অনুপম খের লেখেন, "জল্পনা শুরু হয়েছিল কিরণের শারীরিক অবস্থা নিয়ে৷ তবে কোনও গুজব নয়, কিরণ ভুগছেন মাল্টিপল মায়লোমায়৷ এটা একটি ধরনের ব্লাড ক্যান্সার৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে এবং আমরা নিশ্চিত যে কিরণ এই যুদ্ধ জয়ী হবেন৷ কিরণ খুবই সাহসী মানসিকতার এবং লড়াকু৷ আমরা খুবই ভাগ্যবান যে কিরণের চিকিৎসা করছেন খুব যোগ্য চিকিৎসকরা৷ কিরণ খুব বড় মনের মানুষ, তাই অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছেন তিনি৷ তাঁর জন্য আর্শীবাদ ও প্রার্থণা করুন, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন৷" সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অনুপম ও সিকন্দর খের৷
advertisement
advertisement
advertisement
গত বছর ঋষি কাপুরকে হারিয়েছে বলিউডে৷ তিনিও ভুগছিলেন ক্যান্সারে৷ চলছিল তাঁর চিকিৎসা৷ যদিও বলিউডে বহু তারকা রয়েছেন যাঁরা ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী৷ অনুরাগ বসু থেকে সোনালি বেন্দ্রে রয়েছেন সেই তালিকায়৷ আপাতত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কিরণ, এই কামনা করছেন সকলে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kirron Kher: স্ত্রী ভুগছেন মারণ ক্যান্সারে, স্বামী অনুপম আবেগঘন পোস্টে লিখলেন, "কিরণ ফাইটার"
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement