হোম /খবর /বিনোদন /
মা অ্যাসিড আক্রান্ত, মেয়ে দেখল ছাপাক, তারপর যা করল লক্ষ্মীর মেয়ে...

মা অ্যাসিড আক্রান্ত, মেয়ে দেখল ছাপাক, তারপর যা করল লক্ষ্মীর মেয়ে...

এই ছবির মাধ্যমে দেশে সচেতনতার আসবে এমনই আশা অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মায়ের মুখ পুড়েছে অ্যাসিডে৷ অ্যাসিড আক্রান্ত হিসেবে লক্ষ্মী এখন সুপরিচিত৷ তার জীবনের গল্পের উপর তৈরি হয়েছে ছাপাক ছবিটি৷ তবে এখনও অ্যাসিড আক্রান্তদের নিয়ে খুব কী বদলেছে সমাজের চিন্তাভাবনা? এখনও তো খুল্লমখুল্লা দেদার বিকোচ্ছে বোতলের পর বোতল অ্যাসিড৷ তবে লড়াই চলছে৷ ছাপাকও সেই লড়াইয়ের প্রতীক৷

লক্ষ্মী আগরওয়াল৷ তার জীবনের গল্পকে বেছে নিয়েছিলেন মেঘনা গুলজার ও দীপিকা পাড়ুকোন৷ লক্ষ্মীর ছোট্ট মেয়ে পিহু সাক্ষী থাকল সেই ছবির৷ মায়ের পাশে বসে পুরো ছবি দেখেছে সে৷ হলের মধ্যে চুপটি করে বসে দেখেছে মায়ের জীবনের লড়াইয়ের কাহিনি৷ ছবি দেখে কী হবে মেয়ের প্রতিক্রিয়া, তাই নিয়ে কিছুটা ভীত ছিলেন লক্ষ্মী নিজে৷ তবে তিনি জানিয়েছেন যে তার মেয়ে পিহু খুবই সাহসী৷ ছবি দেখে সে মাকে অনেক প্রশ্ন করেছে৷ এবং সব উত্তর দিয়েছেন লক্ষ্মী৷ ছবিটি দেখে দীপিকাকেও জড়িয়ে ধরে লক্ষ্মীর ছোট মেয়ে পিহু৷

এই ছবির মাধ্যমে দেশে সচেতনতার আসবে এমনই আশা অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর৷ একই সঙ্গে তিনি মনে কেন যে এই লড়াইয়ের এখনও অনেক রাস্তা বাকি রয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Chhapaak, Deepika padukone, Laxmi Agarwal