‘বাবা তো হাসপাতালে শুয়ে, এখন কার ভরসায় খাবেন’ ট্রোলের জবাবে সপাটে উত্তর অভিষেকের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি । তবু রেহাই মিলছে না একদল ট্রোলারদের হাত থেকে ।
#মুম্বই: বরাবর তাঁকে ট্রোল করা হয়েছে বাবার নাম জড়িয়ে । তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত হলেও নামজাদা বাবার পুত্র হওয়ায় কটূক্তি আর ব্যঙ্গই জুটেছে ছোটে বচ্চনের কপালে । আজ তিনি অসুস্থ । করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি । তবু রেহাই মিলছে না একদল ট্রোলারদের হাত থেকে ।
ফের অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে ঘৃণ্য ভাষায় অপমান করা হল অভিষেক বচ্চনকে । অমিতাভ-অভিষেক দু’জনেই কোভিড পজিটিভ হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি । বচ্চন বহু ঐশ্বর্য ও নাতনি আরাধ্যাও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । তবে তাঁরা আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ।
फ़िलहाल तो लेट के खा रहे हैं दोनो एक साथ अस्पताल में।
— Abhishek Bachchan (@juniorbachchan) July 29, 2020
advertisement
advertisement
কিন্তু অমিতাভ আর অভিষেকের রিপোর্ট বারবারই পজিটিভ আসায় তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন । সাম্প্রতিক এই অবস্থার প্রেক্ষিতে ট্যুইটারে এক মহিলা অভিষেককে লেখেন, ‘‘এখন তো আপনার বাবা হাসপাতালে ভর্তি । এখন কার ভরসায় বসে বসে খাবেন?’’ এই মন্তব্যের জবাবে অবশ্য চুপ থাকেননি অভিষেক । সপাটে জবাব দিয়ে দেন । অভিনেতা লেখেন, ‘‘আপাতত দু’জনেই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে খাচ্ছি ।’’
advertisement
I pray that you are never in a situation like ours and that you remain safe and healthy. Thank you for your wishes, ma’am.
— Abhishek Bachchan (@juniorbachchan) July 29, 2020
তবে এখানেও থেমে থাকেননি ওই মহিলা । তিনি লেখেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার । তবে শুয়ে শুয়ে খাওয়ার ভাগ্য আর সবার ভাগ্যে কোথায় হয়...।’’ এরপর অভিষেক তার উত্তরে লেখেন, ‘‘আমি প্রার্থনা করি, আপনি কখনও আমাদের মতো এরকম অবস্থার মধ্যে পড়বেন না । আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন । আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ ম্যাম ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2020 10:44 AM IST