‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় সহ-অভিনেতার মনোনয়নে নাম ছিল', ইন্ডাস্ট্রির 'লবি' নিয়ে বিস্ফোরক অভয়

Last Updated:

অভয়ের অভিযোগ, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হৃতিক রোশন এবং ক্যাটরিনা কইফের নাম ছিল মুখ্য অভিনেতার মনোনয়নে । ছবির অন্য দুই তারকা, অভয় নিজে এবং ফারহান আখতারের নাম ছিল সহ-অভিনেতার মনোনয়নে

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গোটা বলিউডে একটা ঝড় উঠেছে ! কেন আত্মহননের পথ বেছে নিলেন তরতাজা একটা প্রাণ ? অভিমান ? হতাশা ? অবসাদ ? সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তর কারওরই জানা নেই...অনেকেরই মত, ইন্ডাস্ট্রির স্বজনপোষনের শিকার হয়েছেন সুশান্ত! কঙ্কনা থেকে সোনু নিগম... এই বিষয়ে মুখ খুলেছেন অনেকেই! এবার সরব হলেন অভয় দেওল।
অভয়ের অভিযোগ, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হৃতিক রোশন এবং ক্যাটরিনা কইফের  নাম ছিল মুখ্য অভিনেতার মনোনয়নে । ছবির অন্য দুই তারকা, অভয় নিজে  এবং ফারহান আখতারের নাম ছিল সহ-অভিনেতার মনোনয়নে। তিনি এও জানান, ফারহান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে গেলেও, তিনি জাননি।
অভিনেতার কথায়, '' বলিটাউনে কখনও প্রকশ্যে কখনও বা ধামাচাপা দিয়ে  লবি করা হয়। আমার ক্ষেত্রে তো ভীষণভাবে প্রকট ছিল। আমি অ্যাওয়ার্ড ফাংশন বয়কট করেছিলাম যদিও ফারহানের এই নিয়ে কোনও সমস্যা হয়নি।''
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় সহ-অভিনেতার মনোনয়নে নাম ছিল', ইন্ডাস্ট্রির 'লবি' নিয়ে বিস্ফোরক অভয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement