দেখে নিন আমির খানের নতুন লুক
Last Updated:
#মুম্বই: স্টারেদের আবার বয়স কী! সে বয়স যতই ৫৫ পেরিয়ে যাক না কেন. চাইলেই শাহরুখ খান হয়ে যেতে পারেন কলেজ বয় 'রাহুল'। আমির খান হয়ে যেতে রকস্টার। কিন্তু সে তো চরিত্রের প্রয়োজনেই বদলে নেওয়া নিজেকে। আসলে বয়স তো আর লুকিয়ে থাকে না। তেমনটাই যেন হল আমির খানের সঙ্গে। অনেকটা বয়ম বেড়ে গেল তাঁর! সম্প্রতি, বৃদ্ধ আমিরের একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে। কীভাবে বছর ৫৪-র অভিনেতাকে পটচুলা পরিয়ে, নকল পেট লাগিয়ে ও মেকআপের মাধ্যমে বৃদ্ধ বানানো হয়েছে। আমিরের এই লুক তৈরি করার জন্য কাজ করেছে বেশ কয়েকজন মেকআপ আর্টিস্ট। যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমির টুইটারের লিখেছেন, ''Coming Soon...aapke phone pe... ''
তবে এই সব কিছুই নাকি করা হয়েছে একটি বিজ্ঞাপনের জন্যই। 'ফোন পে' অ্যাপের বিজ্ঞাপনের জন্যি এই সাজ আমিরের। তবে সে যাই হোক, বৃদ্ধ আমিরকে নিয়ে এখন আলোচনার ঝড় বিছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তো বলছেন এটা আমিরের পরের ছবি 'লাল সিং চড্ডা'র লুকও হতে পারে!----
Coming Soon...aapke phone pe... pic.twitter.com/0yoTvs2ji5
— Aamir Khan (@aamir_khan) March 21, 2019
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 8:45 AM IST