#মুম্বই: এ'বছর দিওয়ালির মধ্যে, 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর শুটিং শেষ করে, ড্রিম প্রজেক্ট 'মহাভারত'-এর প্রস্তুতিতে ডুব দেবেন আমির খান। এমন খবরই ঘোরাফেরা করছে বলিটাউনের অলি-গলিতে! এও শোনা যাচ্ছে, ১০০০ কোটির এই সিনেমা প্রযোজনা করতে পারেন মুকেশ আম্বানি!যদিও এখনও পর্যন্ত 'মহাভারত' নিয়ে মুখ খোলেননি আমির, কিন্তু খবর, প্রথমে ঠিক ছিল 'কর্ণ'র চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু ফিজিক্যাল ফিচারের জন্য, তিনি এই চরিত্রটা করতে রাজি হননি। তখন ঠিক হয়, কৃষ্ণর চরিত্রে দেখা মিলবে খান-এর।
আর এখানেই বাঁধল গোলযোগ! ফ্র্যাঙ্কোইস গটিয়ের নামের এক ব্যক্তি টুইটারে অভিযোগ করেন--আমির খান, যিনি ধর্মে মুসলিম, কেন হিন্দুদের প্রাচীন ও পবিত্র মহাকাব্য 'মহাভারত'-এ অভিনয় করবেন? নরেন্দ্র মোদির বিজেপি সরকারও কি আইেনসি ইন্ডিয়া-র মতো ধর্মনিরপেক্ষ হবে? মুসলিমরা কি একজন হিন্দুকে মোহাম্মদ-এর চরিত্রে অভিনয় করতে দেবেন?
অভিযোগের যোগ্য জবাব দিলেন জাভেদ আখতার!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aamir Khan, Controversy, Javed Akhtar, Krishna, Mahabharata