নাম বদলে যাচ্ছে তৈমুরের!

Last Updated:

স্বৈরাচারী সুলতান তৈমুর লঙের নামে নামকরণ করায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল সইফ-করিনাকে ৷ সে সময় একবার তার নাম বদলে দেওয়ার কথাও ভাবা হয়েছিল ৷

#মুম্বই: দেশের জনপ্রিয়তম খুদে সে ৷ নবাব পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য তৈমুর আলি খান পতৌদি ৷ তৈমুর থাকবে অথচ তাকে ঘিরে পাপারাৎজি থাকবে না, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে উঠবে না তাও কি হয় ? আর হয় না বলেই তৈমুরকে এক ঝলক দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই যথারীতি হামলে পড়ল সংবাদমাধ্যম ৷
এ পর্যন্ত সব ঠিকই আছে ৷ গোল বেঁধেছে তৈমুরের নাম নিয়ে ৷ তার নাম নাকি বদলে গিয়েছে ৷ এর আগে অবশ্য তার নাম নিয়ে বেশখানিকটা বিতর্কের জন্ম হয়েছিল ৷ স্বৈরাচারী সুলতান তৈমুর লঙের নামে নামকরণ করায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল সইফ-করিনাকে ৷ সে সময় একবার তার নাম বদলে দেওয়ার কথাও ভাবা হয়েছিল ৷ শেষ পর্যন্ত অবশ্য তা কার্যকর হয়নি ৷ কিন্তু এখন কেন হঠাৎ নামবদল ?
advertisement
আসলে এই নামবদলের কাজটি করেছে খোদ তৈমুর নিজে ৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, সকলে তৈমুরের নাম ধরে ডাকায় দিব্যি সাড়া দিচ্ছে সে ৷ তবে নামটা সম্ভবত কিছুটা না-পসন্দ হয়েছে ছোটে নবাবের ৷ তাই সকলের উদ্দেশ্যে তার উত্তর, ‘ইট’স টিম’ ৷ এরপর আবার যথারীতি হাত নেড়ে, বাই বলতে বলতে ন্যানির সঙ্গে হেঁটে চলে যায় সে ৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নাম বদলে যাচ্ছে তৈমুরের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement