#চেন্নাই: ছোট্ট সাহানা ৷ বয়স মাত্র ৭ ৷ তবে এই বয়সেই কিবোর্ড, পিয়ানো ও সারেগামা-র সুরকে যেন গুলিয়ে খেয়ে নিয়েছে সে ৷ তাঁর কাছে সুর সৃষ্টি যেন একেবারে জলভাত ৷ তবে শুধু কিবোর্ড বা পিয়ানো নয়, গানের গলাতেও সবাইকে তাক লাগিয়েছে ছোট্ট সাহানা ৷ সারেগামাপা তামিলের লিটল চ্যাম্পে দর্শক-বিচারকদের থেকে প্রশংসাও কুড়িয়েছে প্রচুর ৷
Sweet🌺 https://t.co/0Llak3dNwQ
— A.R.Rahman (@arrahman) July 1, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: A.R Rahman