#মুম্বই: 'ম্যায়নে পেয়ার কিয়া' নিয়ে একটি সাক্ষাৎকারে ভাগ্যশ্রী জানান, যে ছবি মুক্তির আগে এক পরিচিত ফোটোগ্রাফার সলমনকে বলেছিলেন তাঁকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে! অনেক বছর পর সেই হিট ছবির কিছু স্মৃতি ভাগ করে নিলেন ভাগ্যশ্রী৷
তিনি বলেন যে, 'সেই সময়ের এক নামজাদা আলোকচিত্রী আমাদের ছবি তুলতে আসেন৷ কিন্তু তিনি একটু অন্যরকম ছবি চাইছিলেন৷ আমি আর সলমন একসঙ্গে দাঁড়িয়ে ছিলাম৷ উনি সলমনকে আড়লে ডেকে নিয়ে গিয়ে বললেন ফ্ল্যাশ লাইট জ্বলার সঙ্গে সঙ্গে আমায় জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে! শুনেই আমি আঁতকে উঠেছিলাম৷ আমি যে সব শুনতে পেয়েছি, সেটা ওঁরা বোঝেনি৷ কিন্তু সলমনের উত্তর আমার মন জয় করে নিল৷ সেদিনই বুঝেছিলাম ও খুব ভাল মানুষ'৷
ভাগ্যশ্রী জানালেন, ফোটোগ্রাফারের ইচ্ছে সেদিন পূরণ হয়নি৷ কারণ সলমান সাফ জানিয়েছিলেন যে এমন কিছু করতে হলে ভাগ্যশ্রীর সঙ্গে কথা বলতে হবে৷ এর মাধ্যমেই বোঝা গিয়েছে যে ভাইজান কতটা সম্মান করেন মহিলাদের৷ নিজের মহিলা সহকর্মীকে কোনওভাবে বিপাকে ফেলতে চাননি সলমান৷ যেই সময় এই ছবিটি মুক্তি পেয়েছিল, সেই সময় ছবিতে চুমু খাওয়ার রীতি একেবারেই ছিল না৷ ধীরে ধীরে অনেক বোল্ড হয়েছে বলিউড৷ কিন্তু সেই সময়ের বলিউড যে নিষ্পাপ প্রেমের গল্প বলত, তা এখনও বেশ জনপ্রিয়৷
সলমন ভাগ্যশ্রীর হিট জুটিতে ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি শুধু যে বক্স অফিস সাফল্য পেয়েছিল তাই নয় সর্বকালীন একটি ছবি হয়েও রয়ে গিয়েছে৷ সেই ছবিটির পর ভাগ্যশ্রী বহুদিন কোনও ছবি না করলেও, তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি৷ যদিও ইদানিং কিছু কিছু ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhagyashree, Maine Pyaar Kiya, Salman Khan