Home /News /entertainment /
ছেলে নয় মেয়েই পছন্দ! দুই সন্তানের পর বাড়িতে নতুন সদস্যকে স্বাগত বলি অভিনেতার

ছেলে নয় মেয়েই পছন্দ! দুই সন্তানের পর বাড়িতে নতুন সদস্যকে স্বাগত বলি অভিনেতার

তাহিরা ও আয়ুষ্মানের বিয়ে হয় ১৩ বছর আগে৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বাড়িতে এল নতুন সদস্য৷ তাকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রা তাহিরা কাশ্যপ৷ বলিউডের খুবই জনপ্রিয় দম্পতি আয়ুষ্মান-তাহিরা (Ayushmann Khurrana and wife Tahira Kashyap) দুই সন্তানের অভিভাবক তাঁরা৷ তার মধ্যে আবার এক পুঁচকে সদস্যকে বাড়িতে আনলেন তাঁরা৷ যার নাম রাখা হয়েছে পিনাট (Peanut)! অর্থাৎ চিনা বাদম! তাহিরা বলছেন, "পিনাটকে যিনি খুঁজতে সাহায্য করেছেন, তিনি বলেছেন যে সকলে নাকি ছেলের খোঁজ করেন৷ হয়ত পিনাটের ভাই খুবই মিষ্টি, তবে আমরা এই ছোট্ট মেয়ে কুকুরছানাকে নিয়েছি"৷ পিনাট হল তাঁদের ছোট্ট পোষ্য কুকুর৷ সকলের সঙ্গে সেই পোষ্য কুকুরের ছবি ভাগ করে নিয়েছেন তাহিরা৷ ছোট্ট কুকুরের মাথায় আবার সুন্দর করে বসানো হয়েছে ক্লিপ! অর্থাৎ সাজগোজ করানো হয়েছে তাকে৷ আর পিনাটও আদর পেয়ে, খুবই আনন্দ চুপ করে তাহিরার কোলে বসে রয়েছে৷

দাদার বাড়ির পোষ্যকে দেখে খুবই খুশি আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা৷ তিনিও লিখেছেন যে পিনাটের সঙ্গে দেখা করতে আসছেন তিনি, খুবই শীঘ্রই৷

তাহিরা ও আয়ুষ্মানের বিয়ে হয় ১৩ বছর আগে৷ দুই সন্তান রয়েছে তাঁদের৷ চণ্ডীগড়ে দু’জেন একসঙ্গে একই টিউশনে পড়তে যেতেন৷ সেখান থেকে প্রেম এবং পরবর্তীতে বিয়ে৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তাহিরা৷ সবসময় পাশে ছিলেন আয়ুষ্মান৷

Published by:Pooja Basu
First published:

Tags: Ayushmann Khurrana, Tahira Kashyap