ছেলে নয় মেয়েই পছন্দ! দুই সন্তানের পর বাড়িতে নতুন সদস্যকে স্বাগত বলি অভিনেতার

Last Updated:

তাহিরা ও আয়ুষ্মানের বিয়ে হয় ১৩ বছর আগে৷

#মুম্বই: বাড়িতে এল নতুন সদস্য৷ তাকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রা তাহিরা কাশ্যপ৷ বলিউডের খুবই জনপ্রিয় দম্পতি আয়ুষ্মান-তাহিরা (Ayushmann Khurrana and wife Tahira Kashyap) দুই সন্তানের অভিভাবক তাঁরা৷ তার মধ্যে আবার এক পুঁচকে সদস্যকে বাড়িতে আনলেন তাঁরা৷ যার নাম রাখা হয়েছে পিনাট (Peanut)! অর্থাৎ চিনা বাদম! তাহিরা বলছেন, "পিনাটকে যিনি খুঁজতে সাহায্য করেছেন, তিনি বলেছেন যে সকলে নাকি ছেলের খোঁজ করেন৷ হয়ত পিনাটের ভাই খুবই মিষ্টি, তবে আমরা এই ছোট্ট মেয়ে কুকুরছানাকে নিয়েছি"৷ পিনাট হল তাঁদের ছোট্ট পোষ্য কুকুর৷ সকলের সঙ্গে সেই পোষ্য কুকুরের ছবি ভাগ করে নিয়েছেন তাহিরা৷ ছোট্ট কুকুরের মাথায় আবার সুন্দর করে বসানো হয়েছে ক্লিপ! অর্থাৎ সাজগোজ করানো হয়েছে তাকে৷ আর পিনাটও আদর পেয়ে, খুবই আনন্দ চুপ করে তাহিরার কোলে বসে রয়েছে৷
advertisement
advertisement
দাদার বাড়ির পোষ্যকে দেখে খুবই খুশি আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা৷ তিনিও লিখেছেন যে পিনাটের সঙ্গে দেখা করতে আসছেন তিনি, খুবই শীঘ্রই৷
তাহিরা ও আয়ুষ্মানের বিয়ে হয় ১৩ বছর আগে৷ দুই সন্তান রয়েছে তাঁদের৷ চণ্ডীগড়ে দু’জেন একসঙ্গে একই টিউশনে পড়তে যেতেন৷ সেখান থেকে প্রেম এবং পরবর্তীতে বিয়ে৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তাহিরা৷ সবসময় পাশে ছিলেন আয়ুষ্মান৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলে নয় মেয়েই পছন্দ! দুই সন্তানের পর বাড়িতে নতুন সদস্যকে স্বাগত বলি অভিনেতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement