মুক্তি পেল '১০২ নট আউট'-এর প্রথম পোস্টার! 'কুল' বাবা অমিতাভ, 'ওল্ড স্কুল' ছেলে ঋষি
Last Updated:
চনমনে, মজাদার, অন্য স্বাদের টিজার-এর পর মুক্তি পেল পরিচালক উমেশ শুক্লার '১০২ নট আউট'-এর প্রথম পোস্টার।
#মুম্বই: চনমনে, মজাদার, অন্য স্বাদের টিজার-এর পর মুক্তি পেল পরিচালক উমেশ শুক্লার '১০২ নট আউট'-এর প্রথম পোস্টার।
সোশাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে বিগ বি লেখেন, ''আর পাঁচটা বাবা- ছেলের মতো নয়! সবার থেকে আলাদা এই বাবা ছেলের সঙ্গে জীবন সেলিব্রেট করুন"। ঋষি কাপুরের ভাষায়, ''বাপ কুল, বেটা ওল্ড স্কুল''।
আরও পড়ুন-
advertisement
advertisement
সৌম্য জোশির লেখা, একই নামের গুজরাতি নাটক অবলম্বনে লেখা ছবির প্লট। প্রধান চরিত্রে ১০২ বছরের মজাদার, জীবনী শক্তিতে ভরপুর এক বাবা আর তার রাগি ছেলে। বাবার চরিত্রে দেখা যাবে অমিতাভকে, ছেলে ঋষি কাপুর। ২৭ বছর পর, এই দুই মহারথী আবার একসঙ্গে পর্দায়।
advertisement
ছবিতে বিগ বি 'BAADDUUMMBAAA' নামে একটি গানও গেয়েছেন। এই কথাটা খোদ বিগ বি'র আবিষ্কৃত। সোশাল মিডিয়ায় মনের খুশি বোঝাতে এই কথাটা ব্যবহার করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 3:08 PM IST