Bobby Deol in Animal: কোনও ছুঁৎমার্গ নেই, ম্যারিটাল রেপ দৃশ্য নিয়ে বিস্ফোরক ‘অ্যানিমাল’ তারকা ববি দেওল
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bobby Deol in Animal: রণবীর কাপুরের পরে এখন নিশানায় রয়েছেন ববি দেওল। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম আবরার, যাকে তৃতীয় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক সঙ্গম করতে দেখা গিয়েছে।
মুম্বই: এ আদতে তৃতীয় বিশ্ব। শুনতে যতই খারাপ লাগুক। নারী এখনও তার প্রাপ্য মর্যাদা পায় না আমাদের দেশে, তাকে বোধ হয় তৃতীয়েরও পরের কোনও শ্রেণীতে ঠেলে দেওয়া হয়। নিত্য ধর্ষণের খবর তার জ্বলন্ত উদাহরণ। বিপরীতে, বৈবাহিক ধর্ষণের কথাও না তুললেই নয়। স্বামী স্ত্রীর অনিচ্ছায় তার শরীরে উপগত হলে তা ধর্ষণ কি না, এই প্রশ্নে এখনও দ্বিধাবিভক্ত সমাজ। পুরুষতন্ত্রের এই উগ্র রূপ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বলেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে হালে বইছে বিতর্কের ঝড়। অথচ, ডেটিং সাইটে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ‘অ্যানিমাল’ হতে চাইছে অনেক পুরুষই, প্রোফাইলের নামও তারা রাখছে সন্দীপের ছবির নামে।
কিন্তু, বিতর্ক থামছে না। এই যেমন, রণবীর কাপুরের পরে এখন নিশানায় রয়েছেন ববি দেওল। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম আবরার, যাকে তৃতীয় স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক সঙ্গম করতে দেখা গিয়েছে। এই দৃশ্য নিয়ে নিন্দা তুঙ্গে, ফলে, এবার তা নিয়ে মুখ খুলেছেন ববি। বলছেন তাঁর কোনও ছুঁৎমার্গ নেই।
আরও পড়ুন: সত্যজিতের ছবির ডাক পেতেই কলকাতার স্কুলে না ঢোকার নির্দেশ শর্মিলাকে! কারণ শুনলে চমকে যাবেন
advertisement
advertisement
ববির কথা শুনে চমকে উঠতেই হয় প্রাথমিক ভাবে। কিন্তু, নায়ক কী বলছেন, সেটা একটু শান্ত হয়ে বোঝা দরকার। তিনি সাফ জানিয়েছেন যে অভিনেতা হিসেবে তাঁর কোনও দৃশ্যেই পারফর্ম করতে কোনও ছুঁৎমার্গ নেই। পরিচালক তাঁকে সেই নিরাপত্তার জায়গাটাও দিয়েছেন যাতে এরকম একটা স্পর্শকাতর বিষয়ে তিনি সাবলীল ভাবে অভিনয় করতে পেরেছেন।
“প্রথম যখন আমার চরিত্রের কথা শুনি, তখনই বুঝে গিয়েছিলাম যে খুব কম কথা বলেও অনেক কিছু অভিনয় করে দেখানোর আছে। সত্যি বলতে কী, সংলাপ বলার জায়গা কম থাকায় সুবিধাই হয়েছে, তা অনর্থক শক্তিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়নি”, বলছেন ববি। “ফলে আমি যখন অভিনয় করেছি, চুটিয়ে করেছি, কোনও ছুঁৎমার্গ বাধা হয়ে দাঁড়ায়নি”, নায়কের জবানবন্দী।
advertisement
আবরার চরিত্র সম্পর্কেও এই প্রসঙ্গে কথা বলেছেন ববি। “আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে রীতিমতো মন্দ লোক, মেয়েদের সঙ্গে সে এভাবেই আচরণ করে, তাদের এভাবেই দেখে। সে এরকমই, আমায় সেই জায়গাটা নিজের অভিনয়ে ধরতে হয়েছে”, ববির যুক্তি ফেলে দেওয়ার নয়।
এর ঠিক পরেই যা বলছেন নায়ক, তা শুনে অনেকেই ফের চমকে উঠবেন। “তিন স্ত্রীর বিষয়েই রীতিমতো রোম্যান্টিক সে”, আবরার সম্পর্কে বিশ্লেষণ ববির। কী মনে হয়, তিনি ঠিক বলছেন? মনে হয়, ববির কথা ভেবে দেখার প্রয়োজন আছে বিতর্কে না জড়িয়ে, মাথা খোলা রাখলেই তিনি কী বলছেন, ঠিক বোঝা যাবে।
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 2:39 PM IST