CAA ও NRC-এর প্রচারে ঋত্বিক ঘটকের সিনেমার ব্যবহার, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল পরিচালকের পরিবার

Last Updated:

তখনই CAA ও NRC-এর পক্ষে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আসল গেরুয়া শিবির ৷

#কলকাতা: বাদ পড়লেন না ঋত্বিক ঘটকও ৷ CAA ও NRC- নিয়ে যখন গোটা দেশ উত্তাল৷ বিতর্কের ঝড় সব মহলে ৷ তখনই CAA ও NRC-এর পক্ষে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আসল গেরুয়া শিবির ৷ CAA ও NRC -এর পক্ষে প্রচারে ব্যবহার করা হল ঋত্বিক ঘটকের একের পর এক ছবির সংলাপকে৷ ঋত্বিক ঘটকের পরিচালিত ছবির দৃশ্য ও সংলাপকে ব্যবহার করে বিজেপির যুব মোর্চা একটি প্রোমোশনাল ভিডিও তৈরি করে ৷ বিজেপির এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা করল ঋত্বিক ঘটকের পরিবার ৷
সিনেপ্রেমীরা প্রায় সবাই জানেন ঋত্বিক ঘটকের ছবি মানেই দেশ ভাগের ব্যথা ৷ তাঁর ছবি মানেই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা ৷ মেঘে ঢাকা তাঁরা, সুবর্ণরেখা ও কোমল গান্ধার ঋত্বিকের এই ট্রিলজি তুলে ধরেছিল সেই দেশভাগের যন্ত্রণাকেই ৷ ঋত্বিক ঘটকের পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ঋত্বিকের বেশিরভাগ ছবিই ছিন্নমূল মানুষদের গভীর সমবেদনা থেকে উৎসাহিত। বিশেষ কারণে যারা উদ্বাস্তু হয়েছেন তাঁদের জন্য। তিনি আদ্যন্ত মানবাতাবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাঁর লেখা বা চলচ্চিত্রের সঙ্গে যাঁরা পরিচিত তারা সবাই এটা জানতেন।’
advertisement
পরিচালকের পরিবার এও জানিয়েছেন, ‘CAA ও NRC -এর পক্ষে ঋত্বিক ঘটকের ছবির সংলাপ কোনওভাবেই ব্যবহার করা উচিত নয় ৷ এই অপপ্রচার বন্ধ করার আবেদন করা হচ্ছে ৷ ’
advertisement
তবে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এটা মোটেই অপপ্রচার নয় ৷ উলটে দেশভাগের ঘটনাকে সঠিকভাবে তুলে ধরা ৷ আমার মনে হয় ঋত্বিক ঘটকের তৈরি সিনেমা এই সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ! তাই এর ব্যবহার ৷’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
CAA ও NRC-এর প্রচারে ঋত্বিক ঘটকের সিনেমার ব্যবহার, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল পরিচালকের পরিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement