Bengali Mega Serial: ব্রহ্মচারী পরিবারে বিয়ে...আসছে নতুন বাংলা ধারাবাহিক 'বিয়ের ফুল'

Last Updated:

Bengali Mega Serial: শাশুড়ি-বৌমার কূটকচালি থেকে সরে গিয়ে একেবারে নতুন ভাবনায় আসতে চলেছে এই মেগা সিরিয়াল। কেমন হবে সেই গল্প?

নতুন ভাবনায় আসতে চলেছে এই মেগা সিরিয়াল
নতুন ভাবনায় আসতে চলেছে এই মেগা সিরিয়াল
কলকাতা: ব্রহ্মচারী পরিবারে বিয়ে!….. আসছে নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’একেবারে নতুন গল্পের মোড়কে সান বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ” বিয়ের ফুল”। শাশুড়ি-বৌমার কূটকচালি থেকে সরে গিয়ে একেবারে নতুন ভাবনায় আসতে চলেছে এই মেগা সিরিয়াল। কেমন হবে সেই গল্প?
‘বিয়ের ফুল’ আসলে পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। বড় ভাই মারা গেছে জোয়ান বয়েসে । দাদুর আশীর্বাদ ও অভিভাবকত্বের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে।তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরকুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা  প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার।নারীদের থেকে তাদের দূরে থাকার পেছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। যেই দুর্ঘটনার কারণে দর্শনার একমাত্র লক্ষ্য হয় যে ব্রহ্মচারী পুত্রের কেউ যেন বিয়ে না করে তা নিশ্চিত করা। দর্শনা সর্বদা ব্রহ্মচারী পরিবারের ক্ষতি করার উপায় খুঁজে বের করে। এই দর্শনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রিমঝিম মিত্রকে।
advertisement
advertisement
এদিকে বক্সিং চ্যাম্পিয়ন মেয়ে ইচ্ছে, ছোট ভাই আর্য কুমারের  প্রেমে পড়ে যায়।অন্যদিকে কলি আরেক ভাই স্বর্ণকুমারের প্রেমে হাবুডুবু।এই দুই ভাইয়ের ভালবাসা তাদের কোথায় নিয়ে যাবে? তারা কি পারবে  বিয়ে করতে? আর্যকুমার ও স্বর্ণকুমার কি পারিবারিক প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? চিরকুমার কি পরিবারে বিয়ের অনুমতি দেবেন? দর্শনার অশুভ পরিকল্পনা কী রূপ নেবে? বিয়ে কি ব্রহ্মচারী পরিবারের জন্য অভিশাপ হয়ে থাকবে? এইভাবে দারুণ জমজমাট গল্পের পসরা সাজিয়েছে ‘বিয়ের ফুল’।
advertisement
বহু বছর পর নবনীতা দাস মেগায় ফিরছেন। তিনি জুটি বেঁধেছেন রাজা গোস্বামীর সঙ্গে। নবনীতা এখানে  বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছের ভূমিকায় এবং রাজা স্বর্ণকুমারে ভূমিকায় অভিনয় করছেন। আর এর ভাই আর্য কুমারের ভূমিকায় অভিনয় করছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে জুটি বাঁধছেন একতা গঙ্গোপাধ্যায়।
সৌভিক এর আগে ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’, ‘আলোছায়া’ সিরিয়ালে অভিনয় করেছেন। একতাকে আগে ‘গৌরী দান’-এ দেখা গেছে। এছাড়াও এক ঝাঁক তারকা এই সিরিয়ালে অভিনয় করছেন।  সিরিয়ালের সঙ্গীতের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। ‘বিয়ের ফুল’ সান বাংলায় জুন মাস থেকে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Mega Serial: ব্রহ্মচারী পরিবারে বিয়ে...আসছে নতুন বাংলা ধারাবাহিক 'বিয়ের ফুল'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement