আরাধ্যার জন্মদিন, বচ্চন পরিবারে উৎসব

Last Updated:

দেখতে দেখতে চার বছরে পা ৷ বচ্চন পরিবারের ছোট্ট ঐশ্বর্য সোমাবার পা দিল ৪ বছরে ৷ জন্মদিন উপলক্ষে অভিষেক বচ্চন নিজের ফেসবুকে আপলোড করেছেন আরাধ্যার একটি স্কেচ ৷ আর ঐশ্বর্য চার বছরের আরাধ্যাকে নিয়ে তুলে ফেলেছেন সেলফি ৷

#মুম্বই: দেখতে দেখতে চার বছরে পা ৷ বচ্চন পরিবারের ছোট্ট ঐশ্বর্য সোমাবার পা দিল ৪ বছরে ৷ জন্মদিন উপলক্ষে অভিষেক বচ্চন নিজের ফেসবুকে আপলোড করেছেন আরাধ্যার একটি স্কেচ ৷ আর ঐশ্বর্য চার বছরের আরাধ্যাকে নিয়ে তুলে ফেলেছেন সেলফি ৷
বাবা অভিষেক বচ্চনের কাছে আরাধ্যাই হলেন, তাঁর পরিবারের ঐশ্বর্য ৷ দাদু অমিতাভ, ঠাকুমা জয়ার কাছেও ছোট্ট আরাধ্যাই সব৷ তাই তো ছোট্ট নাতনির জন্মদিনে জমজমাট গোটা বচ্চন পরিবার ৷
প্রথম বছরের জন্মদিনে, আরাধ্যাকে অভিষেক উপহার দিয়েছিলেন বিএমডব্লু ৷ তবে এবারের উপহারটা সারপ্রাইজই রাখতে চান তিনি ৷ বার্থডে কেক কাটার পরই আরাধ্যার হাতে অভিষেক তুলে দেবে এবারের উপহার ৷ অন্যদিকে মা ঐশ্বর্য হয়ে উঠেছেন নস্ট্যালজিক ৷ ঐশ্বর্য-র কথায়,‘দেখতে দেখতে আরাধ্যা বড় হয়ে উঠছে ৷ ওর জন্মানোর সময়টা খুব মনে পড়ছে ৷’
advertisement
advertisement
তবে জন্মদিনের পার্টিতে আত্মীয়স্বজ্জন ছাড়া, আর কারও এন্ট্রি নেই ৷ ফিল্ম জগত পার্টিতে থাকতে পারেন বিগিবি-র ঘনিষ্ঠরাই ৷ খাবারে মেন্যুতে রয়েছে নাকি আরাধ্যার ফেভারিট চাইনিজ ফুড!
বাংলা খবর/ খবর/বিনোদন/
আরাধ্যার জন্মদিন, বচ্চন পরিবারে উৎসব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement