#মুম্বই: টানা ১৪০ দিনের ধৈর্য, শারীরিক ও মানসিক চাপ, অশান্তি, ভালোবাসার পর অবশেষেবিগ সিজন ১৩-র ট্রফি জিতে নিলেন সিদ্ধার্থ শুক্ল । দু নম্বরে শেষ করলেন আসিম রিয়াজ। বাদ চলে গিয়েছেন রেশমী৷ অভিনেত্রী বিগ বসের ঘড় ছেড়ে রোহিত শেট্টির সঙ্গে বেরিয়ে গেলেন৷
আগের বিগ বস-গুলির মতোই ঘটনাবহুল Bigg Boss 13৷ ১৪০ দনিরে টানটান উত্তেজনা৷ সব শেষে ৬ জন ফাইনালিস্ট অন্তিম পর্বে৷ সিদ্ধার্থ শুক্ল, অসিম রিয়াজ, শেহনাজ গিল, রেশমী দেশাই, আরতি সিং ও পরশ ছাবরা৷ প্রতিযোগীতের বাছাই করতে বলা হয়েছে, টাকার ব্যাগ নাকি ট্রফি৷ পরশ বেছেনে টাকার ব্যাগ৷ যেখানে রয়েছে ১০ লক্ষ টাকা৷ এবং শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন৷ বাকি ৫ জনের মধ্যে আরতি ও রেশমীও বেরিয়ে গিয়েছেন৷ পড়ে রয়েছেন সিদ্ধার্থ, অসীম ও শেহনাজ৷
ছোট পর্দায় পরিচিত মুখ সিদ্ধার্থ৷ প্রচুর ফ্যান তাঁর৷ অন্যদিকে অসিম অতটা পরিচিত মুখ ছিলেন Bigg Boss 13-এর আগে৷ তবে শুরুটা ভালই হয়েছিল দিল সে দিল তক অভিনেতার, প্রতিটা দিন পেরোনোর সঙ্গে সঙ্গে তাঁর চরিত্রের নানা দিক সামনে আসছিল। আসিম রিয়াজ, শেহনাজ গিল এবং আরতি সিং-এর সঙ্গে একটি পোক্ত দল তৈরি করেছিলেন সিদ্ধার্থ। শুক্লা ও আসিমের বন্ধুত্বও বেশ পছন্দ করেছিলেন ফ্যানেরা। জয় ভানুশালি, মাহি ভিজ ও আসিমের ভাই উমর রিয়াস মনে করতেন দু জনে মিলে বাকিদের কঠিন প্রতিযোগিতা দেবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bigg Boss 13, Bigg Boss 13 Finale