হোম /খবর /বিনোদন /
Bigg Boss 13 জিতলেন সিদ্ধার্থ শুক্ল, ঘরে নিয়ে ফিরলেন ১ কোটি টাকা

Bigg Boss 13 জিতলেন সিদ্ধার্থ শুক্ল, ঘরে নিয়ে ফিরলেন ১ কোটি টাকা

দু নম্বরে শেষ করলেন আসিম রিয়াজ

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: টানা ১৪০ দিনের ধৈর্য, শারীরিক ও মানসিক চাপ, অশান্তি, ভালোবাসার পর অবশেষেবিগ সিজন ১৩-র ট্রফি জিতে নিলেন সিদ্ধার্থ শুক্ল । দু নম্বরে শেষ করলেন আসিম রিয়াজ। বাদ চলে গিয়েছেন রেশমী৷ অভিনেত্রী বিগ বসের ঘড় ছেড়ে রোহিত শেট্টির সঙ্গে বেরিয়ে গেলেন৷

আগের বিগ বস-গুলির মতোই ঘটনাবহুল Bigg Boss 13৷ ১৪০ দনিরে টানটান উত্তেজনা৷ সব শেষে ৬ জন ফাইনালিস্ট অন্তিম পর্বে৷ সিদ্ধার্থ শুক্ল, অসিম রিয়াজ, শেহনাজ গিল, রেশমী দেশাই, আরতি সিং ও পরশ ছাবরা৷ প্রতিযোগীতের বাছাই করতে বলা হয়েছে, টাকার ব্যাগ নাকি ট্রফি৷ পরশ বেছেনে টাকার ব্যাগ৷ যেখানে রয়েছে ১০ লক্ষ টাকা৷ এবং শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন৷ বাকি ৫ জনের মধ্যে আরতি ও রেশমীও বেরিয়ে গিয়েছেন৷ পড়ে রয়েছেন সিদ্ধার্থ, অসীম ও শেহনাজ৷

ছোট পর্দায় পরিচিত মুখ সিদ্ধার্থ৷ প্রচুর ফ্যান তাঁর৷ অন্যদিকে অসিম অতটা পরিচিত মুখ ছিলেন Bigg Boss 13-এর আগে৷ তবে শুরুটা ভালই হয়েছিল দিল সে দিল তক অভিনেতার, প্রতিটা দিন পেরোনোর সঙ্গে সঙ্গে তাঁর চরিত্রের নানা দিক সামনে আসছিল। আসিম রিয়াজ, শেহনাজ গিল এবং আরতি সিং-এর সঙ্গে একটি পোক্ত দল তৈরি করেছিলেন সিদ্ধার্থ। শুক্লা ও আসিমের বন্ধুত্বও বেশ পছন্দ করেছিলেন ফ্যানেরা। জয় ভানুশালি, মাহি ভিজ ও আসিমের ভাই উমর রিয়াস মনে করতেন দু জনে মিলে বাকিদের কঠিন প্রতিযোগিতা দেবেন।

Published by:Arindam Gupta
First published:

Tags: Bigg Boss 13, Bigg Boss 13 Finale