বলিউডে বড় খবর, বিগ বসের পরে সরাসরি সানি লিওনের সঙ্গে রোমান্স করবেন এই প্রতিযোগী

Last Updated:

বলিউডে টানটান উত্তেজনা দেখা যাচ্ছে

#মুম্বই: সবার নজরে রয়েছে জাতীয় টেলিভিশনের সব থেকে বড় রিয়্যালিটি শো বিগ বস ১৩ ৷ এই বিগবসের প্ল্যাটফর্ম থেকে অনেকেরই জীবন বদলে গিয়েছে ৷ প্রতিটি সিজনের বিগ বসর নিজস্ব গুণমানের জন্য সবারই নজরে রয়েছে এই সুপারহিট শো ৷ এইবার অর্থাৎ বিগ বস ১৩ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ৷ এই সিজনের সব থেকে বেশি আকর্ষণীয় প্রতিযোগী হলেন আসিম রিয়াজ ৷
বিগবসের ঘরে যখন সানি লাওন গিয়েছিলেন ঠিক তখনই আলাপ হয়েছিল আসিম রিয়াজের সঙ্গে ৷ বিগবসের ঘরে যখন সানি লাওন গিয়েছিলেন ঠিক তখনই আলাপ হয়েছিল আসিম রিয়াজের সঙ্গে ৷
এই শোয়ের আগে রিয়াজের তেমন পরিচিতি ছিলনা ৷ কিন্তু বিগ বসে আসার পর থেকে রিয়াজ লক্ষ লক্ষ মানু৷ষের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে ৷ জানা গিয়েছে আসিম সানি লিওনের সঙ্গে ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন ৷ বেশ কিচু সংবাদ মাধ্যম সূত্রে খবর আসিমের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে ৷ তিনি সানি লিওনের সঙ্গে রোমান্স করার সুযোগ পাবেন পিমবিটের এক রিপোর্টের প্রেক্ষিতে বলা যেতে পারে যে নির্দেশক মহেশ ভাট তাঁর ছবির জন্য আসিমের নাম বিবেচনা করতে পারেন ৷ তবে এখনও কোনও পক্ষই বিষয়টির স্বীকারোক্তি করেননি ৷ এমনকী নিউজ 18 এই খবরের সত্যতা যাচাই করেনি ৷ এর আগে বিগ বসের মাধ্যমে মহেশ ভাট সানি লিওনকে নিজের ছবিতে অভিনয় করার অফার করেছিলেন ৷
advertisement
advertisement
সানি লিওন মহেশ ভাটের জিসম ২-তে অভিনয় করেছেন ৷ এছাড়াও এরর আগে আসিমের সঙ্গে পরিচয়ও করেছেন ৷ রাগিনী এমএমএস রিটার্নের প্রমোশনে বিগ বসের ঘরে আকর্ষণীয় কাজ নিয়ে পৌঁছেছিলেন সানি ৷ এবার এটাই দেখার বিষয় এই খবর কতখানি সত্য ৷ বিগ বসের ঘর বিভিন্ন অ্যাকশন ও রিঅ্যাকশনে ভরপুর এই সিজনের গ্র্যান্ড ফিনালে যতই কাছাকাছি আসছে ততই বাড়ছে আকর্ষণ ৷ বিগ বসের ঘরে আসিং ও সিদ্ধার্থ শুল্কা বেশ কয়েকবার নিজেদের মধ্যে লড়েছেনও ৷ অন্যদিকে শাহেনাজ ও সিদ্ধার্থের বন্ধুত্ব ভাঙাটাই এখন সময়ের অপেক্ষা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে বড় খবর, বিগ বসের পরে সরাসরি সানি লিওনের সঙ্গে রোমান্স করবেন এই প্রতিযোগী
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement