Shehnaaz Gill Hospitalised: চোখে-মুখে কালশিটে, বিধ্বস্ত শরীর, হাসপাতালে শয্যাশায়ী শেহনাজ গিল, আচমকা কী হল বলি অভিনেত্রীর?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shehnaaz Gill Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলি অভিনেত্রী শেহনাজ গিল৷ এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকার অনুরাগীরা৷
মুম্বই: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলি অভিনেত্রী শেহনাজ গিল৷ এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকার অনুরাগীরা৷ তবে কী হয়েছে অভিনেত্রী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্তরা৷
সূত্র বলছে, অভিনেত্রী শেহনাজ গিলকে স্বাস্থ্যগত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। সম্প্রতি, অভিনেতা করণ বীর মেহরা তাকে দেখতে এসেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছিলেন।
advertisement
advertisement
করণ বীর শেহনাজের সঙ্গে দেখা করার পর তার ইনস্টাগ্রাম স্টোরিজে হাসপাতালের ভিতর থেকে শেহনাজের সঙ্গে দেখা করার সময় একটি ভিডিও শেয়ার করেছিলেন। শেহনাজের সুস্থতার আপডেট দেওয়ার পাশাপাশি, করণ বীর তার ভক্তদের কাছে তার জন্য প্রার্থনা করার জন্য আন্তরিক আবেদনও করেছিলেন। তিনি বলেন, ‘আমি চাই তোমরা সবাই খুব জোরে প্রার্থনা করো যেন এই পূর্ণ উদ্যমী মেয়েটি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসে,’ ভিডিওতে করণ শেয়ার করেছেন।
advertisement
ক্লিপটিতে শেহনাজকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে, দু-হাতে ড্রিপ লাগানো অবস্থায়।’ এই বেচারি মেয়েটিকে দেখো। ওর কী হয়েছে? এটা দেখো,’ তাকে বলতে শোনা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, শেহনাজ বিছানায় শুয়ে মুখ লুকিয়ে রাখার চেষ্টা করছেন, যখন তিনি ভিডিওটি রেকর্ড করছেন। শেহনাজ তাকে আশ্বস্ত করেছেন যে তিনি শীঘ্রই নিজের পায়ে দাঁড়িয়ে থাকবেন, মজা করে বলছেন যে তিনি খুব শীঘ্রই তার সঙ্গে পার্টিতে ফিরে আসবেন।
advertisement
Soo Sweet Of Him 🥹❤️
Thank You @KaranVeerMehra For
Visiting Shehnaaz In The Hospital
God Bless You 🫶✨#ShehnaazGill ???? @ishehnaaz_gill pic.twitter.com/a5vJT0CTk6— 🧚Fairy_Naaz🧚 (@fairyy_naazz) August 4, 2025
করণ শেহনাজের হাতটিও দেখালেন, যা সিরিঞ্জ লাগানো ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল। শেহনাজ তখন হেসে বললেন, ‘সে আমাকে হাসাচ্ছে।’ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে, নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন শেহনাজ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সুস্থ হওয়ার জন্য তাকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হয়েছিল। তবে, সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
advertisement
উল্লেখ্য, শেহনাজ প্রথমে পঞ্জাবি বিনোদন জগতে খ্যাতি অর্জন করেন, তারপর বিগ বস ১৩-তে তার উপস্থিতি এবং প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার ঘনিষ্ঠতার জন্য ব্যাপক পরিচিতি পান । ২০১৩ সালে সলমন খান, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবাতি এবং ভূমিকা চাওলার সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ চলচ্চিত্রে তার আত্মপ্রকাশের মাধ্যমে তিনি বলিউডে রূপান্তরিত হন। তার শেষ চলচ্চিত্র, টথ্যাঙ্ক ইউ ফর কামিংট, যেখানে ভূমি পেডনেকার, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানী বেদি ইন্টারন্যাশনাল ফিল্ম ২০১৩-এ অভিনয় করেন। তিনি ২০২৪ সালের ভিকি ‘বিদ্যা কা ওহ ওয়ালা’ ভিডিওর ‘সাজনা ভে সাজনা’ গানের মিউজিক ভিডিওতেও উপস্থিত হয়েছিলেন, যেটিতে তৃপ্তি দিমরি এবং রাজকুমার রাও অভিনয় করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 6:01 PM IST