কলকাতা : যেখানে বাঘের ভয়, সেখানেই বৃষ্টি হয় ৷ চেনা প্রবাদ পাল্টে গিয়েছে বিদীপ্তা চক্রবর্তীর সামাজিক মাধ্যমের প্রোফাইলে ৷ ভরা বর্ষায় অভিনেত্রী সপরিবার ঘুরছেন বান্ধবগড়ে ৷ মধ্যপ্রদেশের জাতীয় ব্যাঘ্র অভয়ারণ্যেই সদ্য কাটালেন জন্মদিন ৷
বিদীপ্তার ফেসবুক জুড়ে বর্ষণমুখর বান্ধবগড় ৷ বৃষ্টির মধ্যে কেমন লাগে ঘোর জঙ্গলের রূপ? ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী৷ জঙ্গলসফরের মধ্যে চলেছে দাম্পত্য খুনসুটিও ৷ খুনসুটির সূত্রপাত এক ছবি ঘিরে৷ জাঙ্গল-সাফারির জন্য হুডখোলা জিপগাড়িতে দাঁড়িয়ে বীরসা দাশগুপ্ত ৷ হাতে ক্যামেরা, চুল অবিন্যস্ত ৷ গিন্নির তুলে দেওয়া এই ছবিতে বাংলা ইরেজি মিশিয়ে পরিচালক ক্যাপশন দিয়েছেন, টাক আর লুকিয়ে রাখা যাচ্ছে না! তাঁর ক্যাপশন ঘিরে নেটিজেনদের হাসির হুল্লোড় ৷ মন্তব্যস্রোতে উঁকি দিচ্ছে ঘরণি বিদীপ্তার লেখাও ৷ স্বামীকে বলেছেন, যা তা কথা না বলতে ৷
ফেসবুকে বন্ধুদের প্রশ্নের উত্তের বিদীপ্তা জানিয়েছেন, বান্ধবগড়ে আপাতত লকডাউন নেই ৷ কোভিড প্রোটোকল এবং অন্যান্য অনেক নিয়ম মেনে তবেই অনুমতি পাওয়া গিয়েছে জঙ্গলসফরের ৷ মেয়েকে নিয়েও জঙ্গলের মধ্যে একটি ছবি শেয়ার করেছেন বিদীপ্তা ৷
এ বছর জাতীয় অরণ্যে ভ্রমণই জন্মদিনের উপহার ৷ বিদীপ্তার ছবি দিয়ে এ কথা বলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বীরসা ৷ বিদীপ্তার উত্তর, ‘আমি তোমকে ভালবাসি ৷ এর বেশি কী আর বলি!!’
প্রসঙ্গত বাংলা বিনোদনের জনপ্রিয় মুখ বিদীপ্তা ৷ দাপটের সঙ্গে অভিনয় করেছেন সিনেমা ও ধারাবাহিক, দু’টি মাধ্যমেই ৷ ‘কেয়াপাতার নৌকো’, ‘ইষ্টিকুটুম’, ‘জলনূপুর’, ‘চোখের তারা তুই’, ‘মহানায়ক’, ‘কুসুমদোলা’, ‘ফাগুন বউ’, ‘আলোছায়া’, ‘প্রথমা কাদম্বিনী’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের ৷ সম্প্রতি ‘খড়কুটো’ ধারাবাহিকেও বিদীপ্তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদরবারে ৷
‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘আবার অরণ্যে’, ‘চলো লেটস গো’, ‘আমি আদু’, ‘মেঘে ঢাকা তারা’, ‘নগরকীর্তন’, ‘ড্রাকুলা স্যর’-সহ একাধিক ছবিতে বিদীপ্তার ছবি দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।