Bhool Bhulaiyaa 3 Trailer: ভুল ভুলাইয়া ৩-এর ট্রেলারে বিরাট চমক, আসল মঞ্জুলিকা কে? বিদ্যা না মাধুরী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bhool Bhulaiyaa 3 Trailer: ভুল ভুলাইয়া ৩-এর বাড়তি পাওনা বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। ভুতুড়ে সেই রাজপ্রাসাদে আসল মঞ্জুলিকা কে?
মুম্বই: পুজোর মরসুমে ফের বলিউডের আরেক নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে। আনিস বাজমির বিখ্যাত ফ্র্য়াঞ্চাইজি ভুল ভুলাইয়া ৩-এর ট্রেলারেই বাজিমাত হয়েছে। ফের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। প্রথম ছবিতে ছিলেন অক্ষয় কুমার। দ্বিতীয়র পর তৃতীয়তেও কার্তিক।
ভুল ভুলাইয়া ৩-এর বাড়তি পাওনা বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত। ভুতুড়ে সেই রাজপ্রাসাদে আসল মঞ্জুলিকা কে? সেই রহস্যের সন্ধানে ‘রুহ’বাবা ওরফে কার্তিক আরিয়ান। এমনই বড়সড় চমক নিয়ে প্রকাশ্যে এল ভুল ভুলাইয়া ৩-এর ট্রেলার। মুক্তি পেতেই নজর কেড়েছে ছবির ট্রেলার।
advertisement
advertisement
আরও পড়ুন: আকাশে বিদ্যুতের ঝলকানি, যখন-তখন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়! আবহাওয়ার বড় খবর
আগেই শোনা গিয়েছিল, ভুল ভুলাইয়া ৩ ছবিতে বিদ্যা বালন ফিরছেন। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে এল বিদ্যার রোমহর্ষক রূপ। তবে তিনি একা নন, মঞ্জুলিকা রূপে এবার তাঁর সঙ্গে যুগলবন্দি মাধুরি দীক্ষিত। প্রায় চার মিনিটের ট্রেলারে টানটান রহস্য বজায় রয়েছে।
advertisement
আরও পড়ুন: পাইলসের ব্যথায় চোখে জল আসে? পাতে রাখুন এই ক’টা খাবার, অর্শ দূর হবে! জানালেন চিকিৎসক
কার্তিক ছাড়াও রয়েছেন তৃপ্তি দিমরি, বিজয় রাজ, রাজেশ শর্মা, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র। ছবির দুই মুখ্য আকর্ষণ মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালন। দীপাবলিতে মুক্তি পাবে ভূষণ কুমারের এই ছবি। ১ নভেম্বর বড় পর্দায় দেখা যাবে ভুল ভুলাইয়া ৩।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 9:29 PM IST