Tabu: ৫২-তে ভেল্কি! বছরের শুরুতেই নতুন খবর দিলেন টাবু, সহকর্মীর অবদানও কিছু কম নয় বটে!
- Published by:Sanchari Kar
Last Updated:
Tabu: মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই।
মুম্বই: পর্দায় নিজেকে ভাঙাগড়াই যেন তাঁর অভ্যাস। এ কথা বারবার প্রমাণ করেছেন টাবু। প্রকাশ্যে এল 'ভোলা'-র প্রথম লুক। আরও একবার পুলিশের চরিত্রে সামনে এলেন ৫২-র অভিনেত্রী।
মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই। দীর্ঘ দিনের বন্ধু এবং সহকর্মী টাবুর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাঁর ছবির গল্প। পোস্টারে, টাবুর চোখে অ্যাভিয়েটর, গায়ে পুলিশের উর্দি, হাতে বন্দুক।
এই প্রথম নয়। অতীতেও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন টাবু। 'ভোলা'য় টাবুর লুকের সঙ্গে 'দৃশ্যম'-এর মিল পেয়েছেন অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement
২০২২-এর নভেম্বরে মুক্তি পায় অজয় এবং টাবু অভিনীত 'দৃশ্যম ২'। জীতু জোসেফ পরিচালিত এই থ্রিলারের ভাঁড়ার উপচে পড়ে বক্স অফিসে।
advertisement
সেই একই বছরে বড় পর্দায় অজয় পরিচালিত 'রানওয়ে ৩৪'। এই ছবিতে রাকুল প্রীত সিংয়ের সঙ্গে অভিনয় করেন অজয় স্বয়ং। তবে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেনি ছবিটি। আপাতত 'ভোলা'র প্রচার নিয়ে ব্যস্ত অজয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2023 3:05 PM IST