Tabu: ৫২-তে ভেল্কি! বছরের শুরুতেই নতুন খবর দিলেন টাবু, সহকর্মীর অবদানও কিছু কম নয় বটে!

Last Updated:

Tabu: মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই।

মুম্বই: পর্দায় নিজেকে ভাঙাগড়াই যেন তাঁর অভ্যাস। এ কথা বারবার প্রমাণ করেছেন টাবু। প্রকাশ্যে এল 'ভোলা'-র প্রথম লুক। আরও একবার পুলিশের চরিত্রে সামনে এলেন ৫২-র অভিনেত্রী।
মঙ্গলবার নেটমাধ্যমে ছবির প্রথম পোস্টার দিলেন অজয় দেবগণ। 'ভোলা'র পরিচালক এবং প্রযোজক তিনিই। দীর্ঘ দিনের বন্ধু এবং সহকর্মী টাবুর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হবে তাঁর ছবির গল্প। পোস্টারে, টাবুর চোখে অ্যাভিয়েটর, গায়ে পুলিশের উর্দি, হাতে বন্দুক।
এই প্রথম নয়। অতীতেও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন টাবু। 'ভোলা'য় টাবুর লুকের সঙ্গে 'দৃশ্যম'-এর মিল পেয়েছেন অনুরাগীরা।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Tabu (@tabutiful)

advertisement
২০২২-এর নভেম্বরে মুক্তি পায় অজয় এবং টাবু অভিনীত 'দৃশ্যম ২'। জীতু জোসেফ পরিচালিত এই থ্রিলারের ভাঁড়ার উপচে পড়ে বক্স অফিসে।
advertisement
সেই একই বছরে বড় পর্দায় অজয় পরিচালিত 'রানওয়ে ৩৪'। এই ছবিতে রাকুল প্রীত সিংয়ের সঙ্গে অভিনয় করেন অজয় স্বয়ং। তবে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেনি ছবিটি। আপাতত 'ভোলা'র প্রচার নিয়ে ব্যস্ত অজয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tabu: ৫২-তে ভেল্কি! বছরের শুরুতেই নতুন খবর দিলেন টাবু, সহকর্মীর অবদানও কিছু কম নয় বটে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement