কৃত্রিম পদ্ধতিতে মা হলেন ভোজপুরি গায়িকা ! বিজ্ঞানের জয়জয়কার, AIIMS-এ গোটা প্রক্রিয়া কী ভাবে সম্ভব হল, জেনে নিন

Last Updated:

Bhojpuri Singer Devi Child Birth: সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরে ভোজপুরি গায়িকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা আমার সন্তান।’ দেবীর বাবা প্রমোদ কুমার বলেছেন, ‘‘আমার মেয়ে জার্মানির স্পার্ম ব্যাঙ্কের সাহায্যে গর্ভবতী হয়েছে। ও ৭ বছর আগে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এবার সফল হয়েছে।’’

বিয়ে না করেই মা হলেন ভোজপুরি গায়িকা দেবী !
বিয়ে না করেই মা হলেন ভোজপুরি গায়িকা দেবী !
পটনা: স্বামী ছাড়াই সন্তানের মা হলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা দেবী। এখন তিনি ‘সিঙ্গল মাদার’ । অবিবাহিত অবস্থায় তিনি AIIMS  ঋষিকেশ-এ মঙ্গলবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে এক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। হাসপাতালের খবর অনুযায়ী, দেবী সন্তান প্রসবের জন্য সার্জারি করিয়েছেন এবং মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। আত্মীয়রা জানান, দেবী জার্মানির একটি স্পার্ম ব্যাঙ্কের মাধ্যমে গর্ভধারণ করেছেন। সন্তান জন্মের কয়েক ঘণ্টা পরে ভোজপুরি গায়িকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা আমার সন্তান।’ দেবীর বাবা প্রমোদ কুমার বলেছেন, ‘‘আমার মেয়ে জার্মানির স্পার্ম ব্যাঙ্কের সাহায্যে গর্ভবতী হয়েছে। ও ৭ বছর আগে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এবার সফল হয়েছে।’’
দেবী ভোজপুরি বিনোদনের জগতে অত্যন্ত পরিচিত মুখ ৷ বিহারের ছাপড়া জেলার বাসিন্দা তিনি। সেখানেই পড়াশোনার পাশাপাশি সঙ্গীত প্রশিক্ষণ নেন তিনি। তিনি ভোজপুরি লোকগানগুলির মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। এর মধ্যে আছে ‘পিয়া গইলে কালকতা এ সাজনি’, ‘কুয়ে কা ঠান্ডা পানি’, ‘পারওয়াল বেচে জাইব ভোলপুর’ ও ‘গোরি চোরি-চোরি’ অন্যতম। আর গেয়েছেন ‘পরদেশিয়া-পরদেশিয়া’, ‘পিয়া বাঁশিয়া বাজায় আধ্য রাতিয়া’, ‘দিল তুঝে পুকারে আজা’, ‘আঙ্গুরি মেইন দুছলে বিয়া নাগিনিয়া’-র মতো অসংখ্য হিট গান।
advertisement
advertisement
গ্রেটার নয়ডার ফোর্টিস হাসপাতালের প্রাক্তন গাইনেকোলজিস্ট এবং IVF Specialist ডা. সোনালি গুপ্তা News18 কে বলেছেন যে অবিবাহিত মহিলারা IVF-এর মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন। ভারতে Assisted Reproductive Technology (Regulation) Act ২০২১ এর অধীনে অবিবাহিত, ডিভোর্সপ্রাপ্ত এবং বিধবা মহিলারা IVF প্রযুক্তির সাহায্যে মা হতে পারেন। এর জন্য তারা স্পার্ম ব্যাঙ্ক থেকে ডোনারের স্পার্ম নিতে পারেন। IVF প্রযুক্তিতে মহিলাদের অন্ডাশয় থেকে Eggs এবং পুরুষদের স্পার্ম থেকে ল্যাবে Embryo তৈরি করা হয়। তারপর এটি মহিলার গর্ভাশয়ে সঠিকভাবে স্থাপন করা হয়। এই প্রক্রিয়ায় মহিলারা গর্ভধারণ করেন এবং তারপর ভ্রূণের বিকাশ হয়। এইভাবে অবিবাহিত মহিলারা মা হতে পারেন।
advertisement
ডাক্তার সোনালি জানিয়েছেন যে IVF একটি সফল এবং নিরাপদ প্রক্রিয়া ৷ IVF প্রযুক্তির সাফল্য মহিলাদের বয়সের উপর নির্ভর করে। যদি কোনও মহিলা ২০ থেকে ৩০ বছর বয়সে IVF-এর সাহায্য নেন, তাহলে তাঁর সাফল্যের হার বেশি হবে। ৩৫ থেকে ৪০ বছর বয়সের পর IVF-এর সাফল্যের হার কমে যায়। ৪০-এর বেশি বয়সের মহিলারা প্রেগনেন্সির জন্য ডোনর এগসের অপশনও বেছে নিতে পারেন। এতে তাঁরা কোনও অন্য মহিলার এগসের সাহায্যে প্রেগনেন্ট হতে পারেন। যদি সঠিক বয়সে IVF ট্রিটমেন্ট করানো হয়, তাহলে অবিবাহিত মহিলারাও কোনও সমস্যা ছাড়াই সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তানের সুখ অর্জন করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃত্রিম পদ্ধতিতে মা হলেন ভোজপুরি গায়িকা ! বিজ্ঞানের জয়জয়কার, AIIMS-এ গোটা প্রক্রিয়া কী ভাবে সম্ভব হল, জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement