করোনা সংক্রমণে বন্ধ জলসা, ‘বিন্দাস ছোরি’ গানে স্বপ্না চৌধুরির ঠুমকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

লকডাউনের বাজারে স্বপ্না চৌধুরির ভোজপুরি নাচে মন ভালো করে নিচ্ছেন ফ্যানরা

#মুম্বই: হরিয়ানার ডান্সিং সেনসেশন স্বপ্না চৌধুরিকে  কেন্দ্র করে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ যেটা কোনও নতুন খবর নয় অবশ্য৷  তিনি খবর হওয়ার জন্যেই থাকেন ৷ তাঁর একটা করে নতুন পারফরম্যান্স মানে নতুন করে দর্শক হৃদয়ে ওঠা হিল্লোল ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা কোটি কোটি (১.৯ মিলিয়ন)৷বিগবসের পরে তিনি নানু কি জানু ও বীর দি ওয়েডিং-এ আইটেম সঙটি গেয়েছেন ৷
কিন্তু এসবের চেয়েও যেটা বেশি জনপ্রিয় তা হল তাঁর লাইভ স্টেজ পারফরম্যান্স ৷ হরিয়ানভি এই ডান্সারের এক একটি ভোজপুরী আইটেম নম্বরে ডান্স যুবা থেকে বৃদ্ধ সকলকেই উষ্ণতার পরশে মাতিয়ে দেয় ৷
advertisement
হরিয়ানার এই তারকা নৃত্যশিল্পী -র স্টেজ পারফরম্যান্সের জনপ্রিয়তা এতটাই যে বলিউডের তারকারাও তাঁর সেই সাফল্যকে ঈর্ষার চোখে দেখেন ৷ ছোট থেকে বড় সব বয়সের মানুষই তাঁর পারফরম্যান্সের দিওয়ানা৷ ফলে একাধিক সময়ে তাঁর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয় ৷ এখন তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ৷
advertisement
আর এই লকডাউনের মধ্যে সমস্ত রকম জলসা বন্ধ ৷ কারণ সেই জায়গায় যেহেতু এক জায়গায় বহু মানুষ জড়ো হবেন তাই ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ তাই জলসা হওয়া এই মুহূর্তে সম্ভব নয় ৷ কিন্তু স্বপ্না চৌধুরির ফ্যানরা তাঁদের স্বপ্ন সুন্দরীর নাচ দেখার আনন্দ থেকে কী করে বঞ্চিত থাকতে পারেন৷ তাই সোশ্যাল মিডিয়ায় স্বপ্নার যে নাচের ভিডিওগুলি আছে সেগুলিই দেদার দেখছেন ৷ এই মুহূ্র্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বপ্নার ‘বিন্দাস ছোরি’ ভোজপুরি গানের সঙ্গে নাচ ৷ কমলা সালোয়ার শ্যুটে শরীর হিল্লোলে একেবারে কাঁপিয়ে দিচ্ছেন উপস্থিত দর্শকদের মন ও চোখ ৷ এমনিতেই ভোজপুরি কন্যার ঠুমকার দিওয়ানা উত্তর থেকে দক্ষিণ ৷ আর এই লকডাউনের সময়েও তাই তাঁরা ভিডিও দেখেই মন ভরাচ্ছেন ৷
advertisement
এই মুহূর্তে ভিডিওটির ভিউ প্রায় ২০ লক্ষ হয়ে গেছে শুধু ইউটিউবেই ৷ এদিকে এর পাশাপাশি স্বপ্নার আরও বেশ কিছু ভিডিও-য় এই মুহূর্তে দেখছেন অনুরাগীরা ৷
সোনালি ও নীলের সালোয়ার কামিজ- পিঠে লটকন- তাঁর সঙ্গী তাঁর শরীরি খেলা ৷ সকলেই এককথায় বাকরুদ্ধ ৷ একটা শরীরি মুভমেন্ট এক একটা নতুন নতুন লাইক বাড়িয়ে দেয় ৷ কেউ স্টেজে বসেই প্রিয় নৃত্যশিল্পীর নাচ ভিডিও করছেন আবার কেউ মনের মনিকোঠায় বন্দি করে রাখছেন সেই নাচ ৷
advertisement
advertisement
স্বপ্না চৌধুরির এই পারফরম্যান্স দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ৷আসলে দেশি কুইনের জ্বলওয়াই আলাদা ৷ সেখানে নাচের গুণগত মানের সঙ্গে দারুণভাবে মিলে যায় লাস্যের চাটনি , ফলে দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শক থেকে ভার্চুয়াল মিডিয়ার দর্শকরা ৷
advertisement
আসলে স্বপ্না চৌধুরীর নাচ সবসময়েই দারুণ আনন্দ দেয় ৷ আর এই লকডাউনের বন্দিদশাতেও সেই ভিডিও একইভাবে মানুষকে আনন্দ দিচ্ছে ৷ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা সংক্রমণে বন্ধ জলসা, ‘বিন্দাস ছোরি’ গানে স্বপ্না চৌধুরির ঠুমকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement