করোনা সংক্রমণে বন্ধ জলসা, ‘বিন্দাস ছোরি’ গানে স্বপ্না চৌধুরির ঠুমকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

লকডাউনের বাজারে স্বপ্না চৌধুরির ভোজপুরি নাচে মন ভালো করে নিচ্ছেন ফ্যানরা

#মুম্বই: হরিয়ানার ডান্সিং সেনসেশন স্বপ্না চৌধুরিকে  কেন্দ্র করে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ যেটা কোনও নতুন খবর নয় অবশ্য৷  তিনি খবর হওয়ার জন্যেই থাকেন ৷ তাঁর একটা করে নতুন পারফরম্যান্স মানে নতুন করে দর্শক হৃদয়ে ওঠা হিল্লোল ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা কোটি কোটি (১.৯ মিলিয়ন)৷বিগবসের পরে তিনি নানু কি জানু ও বীর দি ওয়েডিং-এ আইটেম সঙটি গেয়েছেন ৷
কিন্তু এসবের চেয়েও যেটা বেশি জনপ্রিয় তা হল তাঁর লাইভ স্টেজ পারফরম্যান্স ৷ হরিয়ানভি এই ডান্সারের এক একটি ভোজপুরী আইটেম নম্বরে ডান্স যুবা থেকে বৃদ্ধ সকলকেই উষ্ণতার পরশে মাতিয়ে দেয় ৷
advertisement
হরিয়ানার এই তারকা নৃত্যশিল্পী -র স্টেজ পারফরম্যান্সের জনপ্রিয়তা এতটাই যে বলিউডের তারকারাও তাঁর সেই সাফল্যকে ঈর্ষার চোখে দেখেন ৷ ছোট থেকে বড় সব বয়সের মানুষই তাঁর পারফরম্যান্সের দিওয়ানা৷ ফলে একাধিক সময়ে তাঁর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয় ৷ এখন তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ৷
advertisement
আর এই লকডাউনের মধ্যে সমস্ত রকম জলসা বন্ধ ৷ কারণ সেই জায়গায় যেহেতু এক জায়গায় বহু মানুষ জড়ো হবেন তাই ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ তাই জলসা হওয়া এই মুহূর্তে সম্ভব নয় ৷ কিন্তু স্বপ্না চৌধুরির ফ্যানরা তাঁদের স্বপ্ন সুন্দরীর নাচ দেখার আনন্দ থেকে কী করে বঞ্চিত থাকতে পারেন৷ তাই সোশ্যাল মিডিয়ায় স্বপ্নার যে নাচের ভিডিওগুলি আছে সেগুলিই দেদার দেখছেন ৷ এই মুহূ্র্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বপ্নার ‘বিন্দাস ছোরি’ ভোজপুরি গানের সঙ্গে নাচ ৷ কমলা সালোয়ার শ্যুটে শরীর হিল্লোলে একেবারে কাঁপিয়ে দিচ্ছেন উপস্থিত দর্শকদের মন ও চোখ ৷ এমনিতেই ভোজপুরি কন্যার ঠুমকার দিওয়ানা উত্তর থেকে দক্ষিণ ৷ আর এই লকডাউনের সময়েও তাই তাঁরা ভিডিও দেখেই মন ভরাচ্ছেন ৷
advertisement
এই মুহূর্তে ভিডিওটির ভিউ প্রায় ২০ লক্ষ হয়ে গেছে শুধু ইউটিউবেই ৷ এদিকে এর পাশাপাশি স্বপ্নার আরও বেশ কিছু ভিডিও-য় এই মুহূর্তে দেখছেন অনুরাগীরা ৷
সোনালি ও নীলের সালোয়ার কামিজ- পিঠে লটকন- তাঁর সঙ্গী তাঁর শরীরি খেলা ৷ সকলেই এককথায় বাকরুদ্ধ ৷ একটা শরীরি মুভমেন্ট এক একটা নতুন নতুন লাইক বাড়িয়ে দেয় ৷ কেউ স্টেজে বসেই প্রিয় নৃত্যশিল্পীর নাচ ভিডিও করছেন আবার কেউ মনের মনিকোঠায় বন্দি করে রাখছেন সেই নাচ ৷
advertisement
advertisement
স্বপ্না চৌধুরির এই পারফরম্যান্স দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ ৷আসলে দেশি কুইনের জ্বলওয়াই আলাদা ৷ সেখানে নাচের গুণগত মানের সঙ্গে দারুণভাবে মিলে যায় লাস্যের চাটনি , ফলে দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শক থেকে ভার্চুয়াল মিডিয়ার দর্শকরা ৷
advertisement
আসলে স্বপ্না চৌধুরীর নাচ সবসময়েই দারুণ আনন্দ দেয় ৷ আর এই লকডাউনের বন্দিদশাতেও সেই ভিডিও একইভাবে মানুষকে আনন্দ দিচ্ছে ৷ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা সংক্রমণে বন্ধ জলসা, ‘বিন্দাস ছোরি’ গানে স্বপ্না চৌধুরির ঠুমকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement