#কলকাতা: টলিউডের স্টুডিওগুলো গত সপ্তাহের শনিবার থেকে খাঁ খাঁ করছে ৷ বছরের অন্যান্য সময়ের মতো অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, ক্যামেরামান থেকে অন্যান্য টেকনিশিয়ানদের আনাগোনা এক্কেবারে বন্ধ ৷ এক্কেবারে শুনসান স্ট্ুডিও পাড়া ৷ এদিকে, ব্যাঙ্কিংয়ের অভাবে গত সোমবার থেকেই বিভিন্ন ধারাবাহিকের নতুন এপিসোড সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে ৷
দর্শকদের দেখতে হচ্ছে বিভিন্ন ধারাবাহিকের পুরনো এপিসোড ৷ বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকগুলোর পুরনো এপিসোডগুলো পুনরায় সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ বিষয়ে মুখ খুললেন সিনেমা তথা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ ভাস্বর চট্টোপাধ্যায় ৷
তিনি বলেন,‘‘আমি এটুকু বলতে পারি ৷ দর্শকদের প্রচণ্ড মিস করছি ৷ আর সব থেকে খারাপ লগার জায়গা হল-যাঁদের জন্য আমরা অভিনয় করছি ৷ তাঁরা আমাদের দেখতে পারছেন না ৷ তাঁদের কাছে ধারাবাহিকের পুরনো সম্প্রচারই পৌঁছচ্ছে ৷ তাঁদের কাছে খুব খারাপ বার্তা পৌঁছচ্ছে ৷ যেটা অনভিপ্রেত ৷ আমি চাইব যত দ্রুত সম্ভব সিরিয়ালের শুটিং চালু হোক ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।