কলকাতা: অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন ৷ খাদের কিনারায় পৌঁছে সেখান থেকে ফের জীবনের পথে ফিরে আসার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ৷ তাঁর কথায়, তিনি সবকিছুই ফেসবুকে শেয়ার করেন ৷ মনে করেন, তালা লাগিয়ে রাখতে কেউ সোশ্যাল মিডিয়া করে না ৷
অন্ধকার দিন আজ অতীত ৷ ভাস্বর জানিয়েছেন, আজ তিনি খুব ভাল আছেন ৷ ভাষা শিখছেন, নানা ভাষার গান গাইছেন, গল্প লিখে প্রকাশ করছেন, শর্ট ফিল্ম বানাচ্ছেন ৷ নিজের ভাললাগার সময় থেকে বেশ কিছুটা নিয়ে সমাজের জন্যও কাজ করছেন ৷
সামাজিক মাধ্যমে সবকিছু শেয়ার করলেও সব সময়েই যে অভিজ্ঞতা সুখকর, তা নয় ৷ কারণ রোজা রেখে তীব্র ট্রোলড হয়েছেন তিনি ৷ ট্রোলিংয়ের শিকার হয়েছেন কাশ্মীরের দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়েও ৷ কিন্তু ট্রোলিং তাঁকে দমিয়ে রাখতে পারেনি ৷ বরং, ভাস্বরের কথায় তিনি বেশ উপভোগই করেছেন ট্রোলিং ৷
ফেসবুকে ভাস্বর বেশ সক্রিয় ৷ সেখানেই তিনি দিয়েছিলেন কাশ্মীরভ্রমণের খুঁটিনাটি ৷ সম্প্রতি শেষ করেছেন ‘দ্য কাশ্মীর সাগা’ উপন্যাস ৷ তাঁর ইচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম উপন্যাসকে কিন্ডল-এ মুক্তি দিয়ে বই আকারে প্রকাশ করবেন ৷ ইতিমধ্যেই দ্বিতীয় উপন্যাস নিয়েও কাজকর্ম শুরু করেছেন, জানিয়েছেন ভাস্বর ৷
পাশাপাশি, অতিমারি পরিস্থিতিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ভাস্বর ৷ তিনি এখন পুরোদস্তুর সমাজকর্মী ৷ মায়ের নামে স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করেছেন অভিনেতা ৷ সংস্থার নাম ‘অপর্ণা ফাউন্ডেশন৷’ কোভিড পরিস্থিতিতে সংস্থার উদ্যোগে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ৷ কলকাতার বিভিন্ন অংশে বহু জনের কাছে নিখরচায় দুপুর ও রাতের খাবার পৌঁছে দিচ্ছে ভাস্বরের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ৷
সবকিছুর সঙ্গেই আছে অভিনয় ৷ ‘কৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে তাঁকে এ বার দেখা যাবে খলনায়ক রাজ পুরোহিতের ভূমিকায় ৷ ফেসবুকে সেই লুক তিনি শেয়ার করেছিলেন ৷ নেটিজেনদের বাহবা পেয়েছে ভাস্বরের ‘খলনায়ক রূপ’ ৷
পর্দার বাইরেও খলনায়ক পরিচয় পেয়েছেন তিনি ৷ যখন দু’বার ভেঙে গিয়েছে তাঁর সংসার ৷ অভিযোগের আঙুল উঠেছে ৷ কাঁটাছেঁড়াও হয়েছে তাঁর পারিবারিক জীবন নিয়েও ৷ কিন্তু সে সবে ভাস্বরের আর কিছু এসে যায় না ৷ তিনি মনে করেন, ‘‘জীবনকে উপভোগ করা একটা শিল্প ৷ এক বার শিখে গেলে কোনও ব্যথা বেদনা আর কষ্ট দেয় না,’’ উপলব্ধি অভিনেতার ৷ তাঁর কথায়, ‘‘কারওর জন্য কিছু আটকায় না থেমেও থাকে না, আমার জন্য ও থাকবে না । জীবন একটাই, যা ভাল লাগে সাধ্যের মধ্যে থাকলে করে ফেলা উচিত।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhaswar chatterjee