Debleena-Bhaswar Viral Photo: 'সবটা সেরেই ফেললাম', দেবলীনাকে কাছে আগলে ভাস্কর, তবে কি নতুন পথচলা শুরু?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Debleena-Bhaswar Viral Photo: টলিপাড়ার নতুন জুটি ভাস্বর ও দেবলীনাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে, যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে দেবলীনাকে৷ দেবলীনাকে জড়িয়ে ধরে আদুরে ছবি পোস্ট করেছেন তারকা জুটি ৷
কলকাতা: টলি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়৷ কোনও ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়৷ তেমনই টলিপাড়ার নতুন জুটি ভাস্বর ও দেবলীনাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে দেবলীনাকে৷ দেবলীনাকে জড়িয়ে ধরে আদুরে ছবি পোস্ট করেছেন তারকা জুটি ৷ এই ছবি দেখে চোখ আটকে গেছে ভক্তদের৷
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ভাস্বর ও দেবলীনার এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ লাল হলুদ শাড়িতে দেবলীনা,হাতে শাখা-পলা, গলায় হার, মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় লাল টিপ চারপাশে চন্দন আঁকা, ঠিক যেন নতুন বউ৷ দেবলীনার সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবীতে সেজেছেন ভাস্বর চট্টোপাধ্যায়৷ ছবির সঙ্গে চমকপ্রদ ক্যাপশনও দিয়েছেন, যেখানে লেখা রয়েছে- ‘Done and Dusted’ অর্থাৎ সবটা সেরে ফেললাম৷ ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- চরম ঘনিষ্ঠতায় মত্ত সলমন! সোমির সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা, পরের ঘটনা শুনলে আঁতকে উঠবেন
ভাস্বর ও দেবলীনা কি তবে নতুন পথচলা শুরু করলেন৷ রিল নাকি রিয়েল এই ছবি দেখেই রীতিমতো সমালোচনা তুঙ্গে৷ ভাস্বর ও দেবলীনা দুজনেই তাদের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেম৷ ভাস্বর যেমন উত্তর কুমারের নাতনি নবমিতার সঙ্গে আইনিভাবে আলাদা হয়েছেন, তেমনই দেবলীনাও তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে৷ তবে কি ভাস্বরের সঙ্গেই নতুন শুরু করছেন দেবলীনা৷ নাকি এটা কোনও শ্যুটিংয়ের দৃশ্য৷ তবে এ বিষয়ে স্পিকটি নট দুই তারকা৷
advertisement
আলিঙ্গনের এই ছবি দেখে অভিনেত্রী কাঞ্চনা কমেন্টে লিখেছেন-যাক নিশ্চিন্ত হলাম৷ কিন্তু অন্য একজন নেটিজেন লিখেছেন-আরে ভাদ্র মাসে বিয়ে হয় না, এটা কোনও শ্যুটিংয়েরই দৃশ্য হবে৷ এই কমেন্ট দেখে মন্তব্য না করে পারেননি অভিনেতা৷ ভাস্বর পাল্টা লেখেন- সেরা মন্তব্য৷ তার দেখেই অনেকে মনে করছেন কোনও শ্যুটিংয়ের ছবি এটা৷ তবে রিল হোক বা রিয়েল, তা সত্যতা জানতে অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 1:20 PM IST