Benuda'r Tension | টেনশন খুঁজতে বেরিয়ে অজানা টেনশনে কালঘাম ছুটল নৈহাটির বেণুদার! আসছে নতুন মিনি সিরিজ ‘বেণুদার Tension’

Last Updated:

এই মিনি সিরিজটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দ্রোণ মুখোপাধ্যায়, মিশর বোস (সোহিনী), অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার প্রমুখদের। আর সিরিজটি পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়।

আসছে নতুন মিনি সিরিজ ‘বেণুদার Tension’
আসছে নতুন মিনি সিরিজ ‘বেণুদার Tension’
কলকাতা: জীবনে টেনশন না থাকলে কি হয়! আসলে জীবনে টেনশন না থাকাটাও একটা বড় টেনশন! আর তাই টেনশন খুঁজতে গিয়েই খুনের সাক্ষী হয়ে এক অজানা টেনশনে জড়িয়ে পড়েন নৈহাটির বাসিন্দা এক স্বচ্ছল-সুখী ব্যক্তি। কিন্তু তার পর? আর এই তার পর কী হল, তা জানার জন্য আর একটু অপেক্ষা করতে হবে! চোখ রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্ম KLIKK-এ! কারণ এপ্রিলেই আসছে তাদের নতুন মিনি সিরিজ ‘বেণুদার Tension’!
এই মিনি সিরিজটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দ্রোণ মুখোপাধ্যায়, মিশর বোস (সোহিনী), অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার প্রমুখদের। আর সিরিজটি পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে রয়েছে স্কাইপ্যান কমিউনিকেশন। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ বুনেছেন অম্লান মজুমদার। অনির করেছেন সিনেম্যাটোগ্রাফি। এছাড়াও সঙ্গীত ও রূপসজ্জার দায়িত্বে রয়েছেন প্রাঞ্জল এবং রাকেশ।
advertisement
advertisement
গল্প বোনা হয়েছে নৈহাটির বাসিন্দা বেণুচন্দকে ঘিরে। পেশায় সরকারি কর্মচারী। এদিকে আবার মা-বাবা আগেই গত হয়েছেন, ফলে সব সম্পত্তির মালিক একমাত্র বেণুই। স্বচ্ছল পরিবারের ছেলে এই বেণুচন্দের জীবনে শুধুমাত্র রয়েছেন তাঁর স্ত্রী মোনালিসা। পরমা সুন্দরী মোনালিসা আবার আজকালকার মেয়েদের মতো কেতাদুরস্ত নন। বলা যায়, শান্ত-ধীর-স্থির স্ত্রীকে নিয়ে বেজায় সুখেই রয়েছেন বেণু। এহেন এক নিপাট সুখী মানুষের জীবনের একটাই সমস্যা, সেটা হল টেনশন। কারণ শরীর আছে, অথচ টেনশন নেই। এটা কি মেনে নেওয়া যায়। তাই বেণু দৌড়য় ডাক্তারের কাছে। সব কিছু পরীক্ষা করে ডাক্তারবাবুও অবাক। এর পরেই শুরু হয় নানা মজার ঘটনা!
advertisement
জীবনে টেনশন না থাকায় এবার টেনশন খোঁজার অভিযানে বেরিয়ে পড়েন বেণু। ভূতুড়ে বাড়িতে রাত কাটানো থেকে শুরু করে রাতের শহরে স্টোনম্যানের সঙ্গে দেখা করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতার সাক্ষী থাকেন তিনি। এর পর তিনি খোঁজ পান দাগী অপরাধী শেখ বিনোদের। এভাবে টেনশন খুঁজতে গিয়ে জলজ্যান্ত এক খুনের ঘটনার সাক্ষী হয়ে যান বেণু। এর পর আবার নৈহাটিতে পাথরের আঘাতে একের পর এক খুন হতে থাকে। এবার টেনশন কাকে বলে, তা হাড়ে হাড়ে টের পান বেণু। আসলে নৈহাটির ধারাবাহিক খুনের ঘটনার পর থেকেই এক অজানা টেনশনে জেরবার হয়ে ওঠেন বেণু ও তাঁর স্ত্রী। কিন্তু কী সেই অজানা টেনশন? এর উত্তর পেতে গেলে অবশ্যই দেখতে হবে ‘বেণুদার Tension’!
advertisement
অম্লান মজুমদার অম্লান মজুমদার
এই প্রসঙ্গে চিত্রনাট্যকার অম্লান মজুমদার বলেন, “আমি সব সময়ই অন্য রকম কিছু করার চেষ্টা করেছি। সেটা অভিনেতা হিসেবেই হোক কিংবা লেখক হিসেবে। ‘বেণুদার Tension’ সেই রকমই একটি প্রয়াস। লেখক হিসেবে এটা আমার KLIKK মিনি সিরিজের দ্বিতীয় কাজ। আর পরিচালক সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়ের সঙ্গেও এটা আমার দ্বিতীয় কাজ। আসলে প্রথম সিরিজটি ছিল আমারই লেখা এবং অভিনীত ‘কালো সাদা আবছা’। ফলে পরপর দু’টি সিরিজের অংশ হতে পারাটাও আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের! এর জন্য আমি KLIKK-এর কাছেও কৃতজ্ঞ!”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Benuda'r Tension | টেনশন খুঁজতে বেরিয়ে অজানা টেনশনে কালঘাম ছুটল নৈহাটির বেণুদার! আসছে নতুন মিনি সিরিজ ‘বেণুদার Tension’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement