সিরিজে দেবশ্রী-চিরঞ্জিতের চমক,পরিবারের সকলকে একসঙ্গে বসিয়ে ওয়েব সিরিজ দেখানোর ভাবনা বাংলা জনপ্রিয় ওটিটি অ্যাপের

Last Updated:

চমকে ঠাসা নতুন সিজন, দেবশ্রী রায় থেকে চিরঞ্জিত চক্রবর্তী আসছেন ওয়েব সিরিজে

কলকাতা: ওয়েব সিরিজের সঙ্গে এখন খুবই পরিচিত বাঙালি দর্শক৷ কোভিড পরবর্তী সময়ে মোবাইলে ভিডিও দেখার প্রবণতা একধাক্কায় অনেকটাই বেড়েছে৷ ফলে মোবাইলের সঙ্গে অনেকটা বেশিই সময় কাটছে ছোট থেকে বড় সকলের৷ আর সেই মতো নেটিজেনদের রসদ জুগিয়ে চেলেছে নানা ধরণের ওটিটি প্ল্যাটফর্ম৷ যার মধ্যে অন্যতম Hoichoi ৷ বাংলা সিনেমা এবং বাংলা সিরিজ, বিশ্ব বাঙালিদের কাছে তুলে ধরছে তারা৷ এবছর তাদের Season 7! অর্থাৎ টানা ৭ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে ব্র্যান্ড Hoichoi, তৈরি হয়েছে তাদের নিজস্বতা, বেড়েছে জনপ্রিয়তাও৷
আরও পড়ুন Debasree Roy: দেবশ্রী রায় এবার পড়াবেন ‘কেমিস্ট্রি’? সৌরভের সঙ্গে জুটি অভিনেত্রীর, বিরাট চমক
“২০১৭-র যখন আমরা যাত্রা শুরু করি তখন উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ সিনেমায় বা টেলিভিশনে যা যা দেখতে পাচ্ছেন না সেটাই তাদের সামনে তুলে ধরা৷ কোভিডের পরে মানুষের চাহিদা অনেকটা বদলেছে৷ কারণ আগে মানুষ সিরিজ শুধুমাত্র মোবাইলে দেখতেন, এখন স্মার্টটিভিতে দেখছেন৷ একা নন, পরিবারের সঙ্গে বসে৷ ফলে আমরাও সেভাবে স্ট্র্যাটেজি বদলেছি৷ আমাদের যে নতুন সিরিজ বা গল্প আসছে তাতে থাকছে পারিবারিক ছোঁয়া, অর্থাৎ পরিবারের সকলে একসঙ্গে বসে টিভিতে যাতে গল্প দেখতে পারেন, সেই চেষ্টাই ছিল সিজিন ৭-র গল্পগুলো তৈরির পিছনে”, জানালেন Hoichoi-র সিওও সৌম্য মুখোপাধ্যায়৷
advertisement
ঘোষণা করা হয়েছে Hoichoi-র সিজিন ৭-র৷ মোট ২৪ শোয়ের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে থাকছে ১৩টি নতুন গল্প এবং ১১টি জনপ্রিয় সিরিজের নতুন সিজিন৷ একেনবাবু, গোরা, ইন্দুরা যেমন ফিরছেন, তেমনই থাকছে ডাকঘর, নষ্টনীড়, আবার রাজনীতি, নিখোঁজ, বোধন, সম্পূর্ণা সিরিজের পরবর্তী পর্যায়৷
advertisement
advertisement
তবে এবারের মূল আকর্ষণ অবশ্যই চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়ের ওয়েব দুনিয়ায় পা রাখা৷ সৌরভ চক্রবর্তীর নির্দেশনায় দেবশ্রী রায়কে দেখা যাবে কেমিষ্ট্রি মাসি সিরিজে এক মধ্যবয়সী ভ্লগারের ভূমিকায়৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
অন্যদিকে সৌভিক চক্রবর্তী উপন্যাস পর্ণশবরীর শাপ নিয়ে সিরিজ তৈরি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মূল চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
এছাড়াও এবার ওটিটি-তে দেখা যাবে মিমি চক্রবর্তীকে৷ তিনি অভিনয় করছেন যাহা বলিব সত্য বলিব সিরিজে৷ তাঁর সঙ্গে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
বিভিন্ন চরিত্রে যেমন চমক থাকছে তেমনই গল্পেও থাকছে নানা বার্তা, এভাবেই ঢেলে সাজানো হয়েছে Hoichoi-র সিজিন-৭কে৷ তবে কোথাও কি থ্রিলার ভিত্তিক গল্পের উপর বেশি জোড় দেওয়া হয়েছে? এই প্রশ্নের সোজা উত্তর দিলেন সৌম্য৷ “কোনও বিশেষ চরিত্র ভাললাগে বলে লোকজন সেই কনটেন্ট বেশি দেখেন ৷ ফলে আমরা একটি চরিত্রের মধ্যে বিভিন্ন আবেগ তুলে ধরার চেষ্টা করি৷ একেনবাবু বা গোরায় যেমন থ্রিলার থাকছে, তেমনই থাকছে কমেডির ছোঁয়া৷ আমরা মানুষকে আনন্দ দিতে বিভিন্ন চরিত্রের উপর গুরুত্ব দিচ্ছি”৷
advertisement
এখন শুধুই দিন ঘোষণার অপেক্ষা৷ আপনার প্রিয় একেনবাবু হোক বা ইন্দু, নতুন করে আবার আসছেন তারা, সঙ্গে অবশ্যই আরও নতুন নতুন সম্ভার নিয়ে হাজির হচ্ছ বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi.
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিরিজে দেবশ্রী-চিরঞ্জিতের চমক,পরিবারের সকলকে একসঙ্গে বসিয়ে ওয়েব সিরিজ দেখানোর ভাবনা বাংলা জনপ্রিয় ওটিটি অ্যাপের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement