সিরিজে দেবশ্রী-চিরঞ্জিতের চমক,পরিবারের সকলকে একসঙ্গে বসিয়ে ওয়েব সিরিজ দেখানোর ভাবনা বাংলা জনপ্রিয় ওটিটি অ্যাপের

Last Updated:

চমকে ঠাসা নতুন সিজন, দেবশ্রী রায় থেকে চিরঞ্জিত চক্রবর্তী আসছেন ওয়েব সিরিজে

কলকাতা: ওয়েব সিরিজের সঙ্গে এখন খুবই পরিচিত বাঙালি দর্শক৷ কোভিড পরবর্তী সময়ে মোবাইলে ভিডিও দেখার প্রবণতা একধাক্কায় অনেকটাই বেড়েছে৷ ফলে মোবাইলের সঙ্গে অনেকটা বেশিই সময় কাটছে ছোট থেকে বড় সকলের৷ আর সেই মতো নেটিজেনদের রসদ জুগিয়ে চেলেছে নানা ধরণের ওটিটি প্ল্যাটফর্ম৷ যার মধ্যে অন্যতম Hoichoi ৷ বাংলা সিনেমা এবং বাংলা সিরিজ, বিশ্ব বাঙালিদের কাছে তুলে ধরছে তারা৷ এবছর তাদের Season 7! অর্থাৎ টানা ৭ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে ব্র্যান্ড Hoichoi, তৈরি হয়েছে তাদের নিজস্বতা, বেড়েছে জনপ্রিয়তাও৷
আরও পড়ুন Debasree Roy: দেবশ্রী রায় এবার পড়াবেন ‘কেমিস্ট্রি’? সৌরভের সঙ্গে জুটি অভিনেত্রীর, বিরাট চমক
“২০১৭-র যখন আমরা যাত্রা শুরু করি তখন উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ সিনেমায় বা টেলিভিশনে যা যা দেখতে পাচ্ছেন না সেটাই তাদের সামনে তুলে ধরা৷ কোভিডের পরে মানুষের চাহিদা অনেকটা বদলেছে৷ কারণ আগে মানুষ সিরিজ শুধুমাত্র মোবাইলে দেখতেন, এখন স্মার্টটিভিতে দেখছেন৷ একা নন, পরিবারের সঙ্গে বসে৷ ফলে আমরাও সেভাবে স্ট্র্যাটেজি বদলেছি৷ আমাদের যে নতুন সিরিজ বা গল্প আসছে তাতে থাকছে পারিবারিক ছোঁয়া, অর্থাৎ পরিবারের সকলে একসঙ্গে বসে টিভিতে যাতে গল্প দেখতে পারেন, সেই চেষ্টাই ছিল সিজিন ৭-র গল্পগুলো তৈরির পিছনে”, জানালেন Hoichoi-র সিওও সৌম্য মুখোপাধ্যায়৷
advertisement
ঘোষণা করা হয়েছে Hoichoi-র সিজিন ৭-র৷ মোট ২৪ শোয়ের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে থাকছে ১৩টি নতুন গল্প এবং ১১টি জনপ্রিয় সিরিজের নতুন সিজিন৷ একেনবাবু, গোরা, ইন্দুরা যেমন ফিরছেন, তেমনই থাকছে ডাকঘর, নষ্টনীড়, আবার রাজনীতি, নিখোঁজ, বোধন, সম্পূর্ণা সিরিজের পরবর্তী পর্যায়৷
advertisement
advertisement
তবে এবারের মূল আকর্ষণ অবশ্যই চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়ের ওয়েব দুনিয়ায় পা রাখা৷ সৌরভ চক্রবর্তীর নির্দেশনায় দেবশ্রী রায়কে দেখা যাবে কেমিষ্ট্রি মাসি সিরিজে এক মধ্যবয়সী ভ্লগারের ভূমিকায়৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
অন্যদিকে সৌভিক চক্রবর্তী উপন্যাস পর্ণশবরীর শাপ নিয়ে সিরিজ তৈরি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মূল চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
এছাড়াও এবার ওটিটি-তে দেখা যাবে মিমি চক্রবর্তীকে৷ তিনি অভিনয় করছেন যাহা বলিব সত্য বলিব সিরিজে৷ তাঁর সঙ্গে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে৷

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
বিভিন্ন চরিত্রে যেমন চমক থাকছে তেমনই গল্পেও থাকছে নানা বার্তা, এভাবেই ঢেলে সাজানো হয়েছে Hoichoi-র সিজিন-৭কে৷ তবে কোথাও কি থ্রিলার ভিত্তিক গল্পের উপর বেশি জোড় দেওয়া হয়েছে? এই প্রশ্নের সোজা উত্তর দিলেন সৌম্য৷ “কোনও বিশেষ চরিত্র ভাললাগে বলে লোকজন সেই কনটেন্ট বেশি দেখেন ৷ ফলে আমরা একটি চরিত্রের মধ্যে বিভিন্ন আবেগ তুলে ধরার চেষ্টা করি৷ একেনবাবু বা গোরায় যেমন থ্রিলার থাকছে, তেমনই থাকছে কমেডির ছোঁয়া৷ আমরা মানুষকে আনন্দ দিতে বিভিন্ন চরিত্রের উপর গুরুত্ব দিচ্ছি”৷
advertisement
এখন শুধুই দিন ঘোষণার অপেক্ষা৷ আপনার প্রিয় একেনবাবু হোক বা ইন্দু, নতুন করে আবার আসছেন তারা, সঙ্গে অবশ্যই আরও নতুন নতুন সম্ভার নিয়ে হাজির হচ্ছ বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi.
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিরিজে দেবশ্রী-চিরঞ্জিতের চমক,পরিবারের সকলকে একসঙ্গে বসিয়ে ওয়েব সিরিজ দেখানোর ভাবনা বাংলা জনপ্রিয় ওটিটি অ্যাপের
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement