• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • জমজমাটি আড্ডার মাঝেও উদাসী হল মেখলার মন, গাইলেন আজ ভাবনাগুলো হঠাৎ এলোমেলো...

জমজমাটি আড্ডার মাঝেও উদাসী হল মেখলার মন, গাইলেন আজ ভাবনাগুলো হঠাৎ এলোমেলো...

মেখলা

মেখলা

মেখলার সঙ্গে ছিলেন তাঁর সব বন্ধুরা৷ যারা সকলেই পরিচিত মুখ৷

 • Share this:

  #কলকাতা: বেশ কিছুদিন হল মুক্তি পেয়েছে সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্তের গান আজ ভাবনাগুলো হঠাৎ এলোমেলো৷ এই সিঙ্গলসে যেমন শুনবেন মেখলার মিষ্টি গলা, তেমনই দেখবেন গায়িকার মন কাড়া অভিনয় দক্ষতা৷ যতটা সাবলীল ভাবে মেখলার গান মন ছুঁয়ে যায়, ঠিক ততটাই ক্যামেরা ফ্রেন্ডলি তিনি! এই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন শুভজিৎ দেব, সঙ্গীত আয়োজনে শুভদীপ সরকার৷ গানের সঙ্গে যে ভিডিওটি রয়েছে তাঁর ভাবনা, প্রযোজনা এবং নির্দেশনা নিজেই করেছেন শিল্পী৷

  যে কোনও লেখার সঙ্গে ছবি বা গল্প চোখের সামনে দেখতে পাই, জানালেন মেখলা৷ (শিল্পী নিজে আঁকেনও দারুণ)৷ তাই গানটি শুনেই চোখের সামনে ভেসে এসেছিল বন্ধুদের জমাটি আড্ডার একটা ছবি৷ সেই ভেবেই ভিডিওটির জন্য এগিয়েছিলাম৷ কিন্তু সমস্যা হল স্কুলের বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন৷ তাই তাদের পাওয়া গেল না৷ কিন্তু আমার গানের বন্ধুরা তো রয়েছেন৷ তাদের নিয়েই চলল আড্ডা আর সঙ্গে গানের শ্যুট৷ তবে বিষয়টিকে খুবই স্বতঃস্ফূর্ত রাখতে চেয়েছিলেন পরিচালক মেখলা৷ তাই গোটা গানের শ্যুটিংও হয়েছিল প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে৷

  মেখলার সঙ্গে ছিলেন তাঁর সব বন্ধুরা৷ যারা সকলেই পরিচিত মুখ৷ ছিলেন অর্কপ্রভ, দুর্নিবার, মীনাক্ষি, ঊর্মি, স্বরুপ, তীর্থ, অতসী, ঋষি, পিউ, কৌস্তভ৷ তবে যিনি বাড়তি নজর কাড়লেন তিনি কে? হাসি দিয়েই সেই প্রশ্ন একপ্রকার এড়িয়ে গেলেন গায়িকা!

  আপাতত মেখলার গানটি খুবই জনপ্রিয় হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দেড় লক্ষ ভিউয়ের গন্ডি পেরিয়েছে৷ এভাবে এলোমেলো হয়েই এগিয়ে চলুক মেখলার ভাবনা এবং আরও সুন্দর গান ও ভিডিও উপহার দিন দর্শকদের, এই শুভেচ্ছা রইল!

  Published by:Pooja Basu
  First published: