Iman Chakraborty: ভয়ঙ্কর বিপদে ইমন! কাঁপছেন মৃত্যু ভয়ে...,মারাত্মক খারাপ অবস্থা গায়িকার, হঠাৎ হলটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Iman Chakraborty: সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেরল পাড়ি দিয়েছেন ইমন ও নীলাঞ্জন৷ তবে বেড়াতে গিয়েই চরম বিপাকে পড়েছেন গায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরলেন তিনি৷
নতুন বছর পড়তে না পড়তেই স্বপ্নপূরণ হয়েছে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমনের৷ গানের মধ্য দিয়ে নিজের জীবনের অনেক স্বপ্নই পূরণ করেছেন ইমন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন৷ গায়িকার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা মার্সিডিজ গাড়ি কেনার৷ নিজের সেই স্বপ্নকেই বাস্তবায়িত করলেন ইমন ৷ সোশ্যাল মিডিয়ায় স্বামী ও বাবাকে নিয়ে ছবিও শেয়ার করেছিলেন গায়িকা৷ নতুন গাড়ি কেনার কয়েকদিন পরেই ছিল নীলামনের তৃতীয় বিবাহবার্ষিকী৷
সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেরল পাড়ি দিয়েছেন ইমন ও নীলাঞ্জন৷ তবে বেড়াতে গিয়েই চরম বিপাকে পড়েছেন গায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরলেন তিনি৷ একটি ভিডিও পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ ঠিক কী ঘটেছে ইমনের সঙ্গে একটু খোলসা করে বলা যাক৷
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
অভিনেত্রী জানিয়েছেন, কেরলের মুনিয়ারাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা৷ মারাত্মক এবড়ো-খেবড়ো, ঢালু, অমসৃণ রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ইমন ও নীলাঞ্জন৷ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে প্রাণ হাত নিয়ে চলা৷ এতটাই ঢালু রাস্তা যে কোনওসময় গাড়ি খাদেও পড়ে যেতে পারে৷ ইমনের আর্তনাদ শুনেই বোঝা গেছে ঠিক কতটা ভয় পেয়েছিলেন তিনি৷ স্বামী নীলাঞ্জন পাশে থাকার পরও ভয়ে ঠক ঠক করে কাঁপছিলেন তিনি৷ এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
advertisement
বেড়াতে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমন লেখেন-‘এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে, তা মুনিয়ারা-তে না গেলে বুঝতেই পারতাম না। এটা বেশ মজার অভিজ্ঞতা সঙ্গে ভয়েরও।’ তবে ইমন পুরো জার্নিটাই ভয় পেলেও স্বামী নীলাঞ্জন কিন্তু বেশ মজা পেয়েছেন৷ বরং ইমনকে ভয় পেতে দেখে মজা করতেও ছাড়েন নি৷ যদি নীলাঞ্জনের উপর বেজায় চটেও যান ইমন৷ তবে প্রাণে ভয় নিয়েও দক্ষিণী সফর চুটিয়ে উপভোগ করছেন গায়িকা ইমন৷ শুধু তাই নয়, কেরল ট্রিপের আরও ছবি এবং ভিডিও আসবে বলেও জানিয়েছেন ইমন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 2:21 PM IST