Bengali Serial TRP: ছোটপর্দায় জয়জয়কার আন্ডারকভার এজেন্টে পরশুরামের! স্বস্তিকা দত্তও দিচ্ছেন জবরদস্ত টক্কর, এই সপ্তাহে কোন বাংলা সিরিয়াল সেরার সেরা? রইল TRP তালিকা

Last Updated:

বছর শেষেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ বৃহস্পতিবারের জন্য অপেক্ষা থাকে সিরিয়াল ইন্ডাস্ট্রির৷

News18
News18
কলকাতা: মোটের উপর টিআরপি তালিকা একই রকম থাকল এই সপ্তাহে ৷ বছর শেষেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ বৃহস্পতিবারের জন্য অপেক্ষা থাকে সিরিয়াল ইন্ডাস্ট্রির৷ এই দিনে আসলে চলে আসে সপ্তাহভর খাটনির ফল৷ সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ পরশুরাম আজকের নায়ক এবারও নায়কের ভূমিকায়! কারণ এবার বেঙ্গল টপার স্টার জলসার এই সিরিয়াল৷ বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেঙ্গল টপার হচ্ছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু-র ‘পরশুরাম আজকের নায়ক’৷
অন্যদিকে দ্বিতীয় স্থানে স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি৷ শুরুতেইহ বাজিমাত করছে স্টার জলসার ধারাবাহিক । টেলিভিশনে কামব্যাক করেই সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী৷
তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল পরিণীতা৷ ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাপ সিং৷
advertisement
advertisement
বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
বেঙ্গল টপার- পরশুরাম 7.0
দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি 6.8
তৃতীয়- পরিণীতা 6.7
চতুর্থ- চিরসখা 6.5
পঞ্চম- রাঙামতি 6.2
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার 6.1
সপ্তম- জগদ্ধাত্রী 6.0
অষ্টম- ও মোর দরদিয়া 5.8
নবম- জোয়ার ভাঁটা 5.6
দশম- লক্ষ্মী ঝাঁপি 5.5
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। গত সপ্তাহের সঙ্গে এই সপ্তাহে খুব বেশি বদল হয়নি৷ 7.0 নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ 6.8 নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ৷ 6.7 নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ । 6.5 নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’ ৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: ছোটপর্দায় জয়জয়কার আন্ডারকভার এজেন্টে পরশুরামের! স্বস্তিকা দত্তও দিচ্ছেন জবরদস্ত টক্কর, এই সপ্তাহে কোন বাংলা সিরিয়াল সেরার সেরা? রইল TRP তালিকা
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement