Bengali Serial TRP: টিআরপি-তে বড় চমক! 'নিম ফুলের মধু'-কে কড়া টেক্কা, কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার'?

Last Updated:

Bengali Serial TRP: এবারও 'সেরার সেরা'মুকুট হাতছাড়া হল 'জগদ্বাত্রী'র৷ 'জগদ্বাত্রী' ছাড়াও 'নিম ফুলের মধু'কে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক 'ফুলকি'৷

টিআরপি-তে বড় চমক! 'নিম ফুলের মধু'-কে কড়া টেক্কা, কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার'
টিআরপি-তে বড় চমক! 'নিম ফুলের মধু'-কে কড়া টেক্কা, কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার'
কলকাতা: টিআরপি-তে বড় চমক৷ চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ তবে এবারও ‘সেরার সেরা’মুকুট হাতছাড়া হল ‘জগদ্বাত্রী’র৷ ‘জগদ্বাত্রী’ ছাড়াও ‘নিম ফুলের মধু’কে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক ‘ফুলকি’৷
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে যাবেন ভক্তরা৷ গত ২ সপ্তাহ ধরেই পয়লা নম্বরে ছিল ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ তবে এবার সেই জায়গা হাতছাড়া হল৷হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
ফুলকি- ৮.০ (প্রথম)
নিম ফুলের মধু- ৭.৯ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী- ৭.৮ (তৃতীয়)
গীতা LLB-৭.৭ (চতুর্থ)
কোন গোপনে মন ভেসেছে- ৭.০ (পঞ্চম)
কথা- ৬.৯ (ষষ্ঠ)
কার কাছে কই মনের কথা– ৬.৪ (সপ্তম)
অনুরাগের ছোঁয়া -৬.২ (অষ্টম)
advertisement
আলোর কোলে- ৫.৭ (নবম)
বঁধুয়া-জল থই থই ভালোবাসা-৫.২ (দশম)
চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবারও সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ৷ ৮.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক’ফুলকি’ ৷ ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু ‘ ৷ ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী ‘ ৷ ৭.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা LLB’ ৷ ৭.০ নম্বর নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: টিআরপি-তে বড় চমক! 'নিম ফুলের মধু'-কে কড়া টেক্কা, কে হল এই সপ্তাহের 'বেঙ্গল টপার'?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement