আর ক'দিন বাদেই বিয়ে, বন্ধ ঘরে 'শাড়ি কে ফলস' গানে তুমুল নাচ ওম-মিমির, ভিডিও মারকাটারি ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি
#কলকাতা: কাউন্টডাউন শুরু করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি মিমি দত্ত ও ওম সাহানি। আর কদিন পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার এই তারকা জুটি। কখনও বিয়ের কাউন্টডাউন দিয়ে ছবি পোস্ট। কখনও আবার আইবুড়ো ভাত স্পেশাল ছবি। বিয়ের আগে ফ্যানদের ব্যস্ত রাখতে কোনও কসরতই বাদ রাখছেন না কপোত-কপোতি! ৱ
এবার, 'সঙ্গীত' অনুষ্ঠানের জন্য নাচের অনুশীলন করতে দেখা গেল ওম-মিমি-কে। বন্ধ ঘরে, আয়নার সামনে ''শাড়ি কে ফলস কভি টাচ কিয়া রে/ কভি তোর দিয়া দিল, কভি ক্যাচ কিয়া রে।'' গানে জমিয়ে নাচলেন মিঞা-বিবি!
দেখুন সেই নাচের ভিডিও--
advertisement
advertisement
যদিও ওম-মিমি খোলসা করে বলেননি, কিন্তু যে এটি তাঁদের সঙ্গীত অনুষ্ঠানের মহড়া তা বুঝে নিতে কারও বাকি নেই। ৩ ফেব্রুয়ারি সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে পরিবারের উপস্থিতিতে আইনি মতে আগেই বিয়ে সেরে রেখেছেন দুজনে। চলতি বছরের প্রথম দিনই মিমি-ওম-এর রেজিস্ট্রির ছবিতে তাক লেগেছিল অনুরাগীদের। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন তাঁরা । প্রসঙ্গত সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ধারাবাহিক 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে মিমি দত্তকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2021 3:57 PM IST

