Popular Singer Death: বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন লোপামুদ্রা, চলে গেলেন জনপ্রিয় শিল্পী ষষ্ঠী দাস বাউল, শোকে কাতর গায়িকা

Last Updated:

Popular Singer Death: কাছের মানুষকে হারালেন জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র৷ আচমকাই প্রয়াত হলেন জনপ্রিয় বাউল শিল্পী ষষ্ঠী দাস৷ সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা খবর পোস্ট করলেন গায়িকা৷

বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন লোপামুদ্রা
বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন লোপামুদ্রা
কলকাতা: দীপাবলি শেষ হতেই বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া৷ কাছের মানুষকে হারালেন জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র৷ আচমকাই প্রয়াত হলেন জনপ্রিয় বাউল শিল্পী ষষ্ঠী দাস৷ সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা খবর পোস্ট করলেন গায়িকা৷ শিল্পীর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শিল্পীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লোপামুদ্রা লেখেন-‘এত তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথায় শুধু মনে হচ্ছে, জয় – লোপা এক্সপ্রেস, যে কারণে আবার কাজ শুরু করছে, তার প্রধান কারণ , ষষ্ঠী দাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা। অনুষ্ঠান স্থগিত রেখেও গত ১৩ সেপ্টেম্বর , ২০২৪ , আমরা আমাদের প্রাথমিক কাজটা করে এসেছিলাম, তোমার সঙ্গে গান, গল্প, আড্ডা, কত পরিকল্পনা। অনেক ইচ্ছে মনের ভেতরেই থেকে গেল,ষষ্ঠী দা’।
advertisement
advertisement
advertisement
লোপামুদ্রা আরও লেখেন- ‘জয়-লোপা এক্সপ্রেস চলবে, দিন-ক্ষণ সব ঠিক করে ফেলেছি আমরা। এর মধ্যে তুমি না বলে চলে গেলে। বড্ড মন খারাপ করবে যে আমাদের। পরলোকে ভাল থেকো বাউল দাদা। আবার দেখা হবে, আমার মনের মানুষের সনে’।
advertisement
১৯৯৭- ২০০৭ একটানা লোপামুদ্রার সঙ্গে গানের তালে সঙ্গ দিতেন জয়৷ এই গানই তাঁদের একসূত্রে বেঁধে দিয়েছিল৷ কাজের সূত্র ধরেই পরিচয়-প্রেম-বিবাহ৷ কিন্তু পরবর্তীতে সঙ্গীত পরিচালনায় ব্যস্ত হয়ে পড়ে জয় এবং লোপামুদ্রাও বিকল্প খুঁজে নেয়৷ তবে আবারও একসঙ্গে চলতে শুরু করেছে জয়-লোপা এক্সপ্রেস৷ কয়েকদিনের মধ্যে কলকাতা কনসার্টের দিনক্ষণও ঘোষণা হবে৷ তার আগের ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Popular Singer Death: বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন লোপামুদ্রা, চলে গেলেন জনপ্রিয় শিল্পী ষষ্ঠী দাস বাউল, শোকে কাতর গায়িকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement