পাঁচ মুক ও বধির ক্ষুদে গোয়েন্দার গল্প নিয়ে আসছে ‘শব্দ কল্প দ্রুম’

Last Updated:
#কলকাতা: কথা বলতে না পারলে, কানে শুনতে না পেলে কি নিজের জগৎ থাকতে নেই ! অবশ্যই পারে ৷ আলবাৎ পারে ৷ দিব্য নিজের জগতে নিজের মতো থাকা, এটাই বা ক’জন পারেন বলুন তো!
বুকভরা সাহস, আত্মবিশ্বাস, ভাগ্যের জোর আর শক্তি এই চারের মিশেল থাকলে পঞ্চইন্দ্রিয়র দুই ইন্দ্রিয় কাজ না করলেও থোরাই কেয়ার ৷ রাজু, পিকু, ইমলি, অর্কো আর তিতলি ৷ এই তো, এই পাঁচ ক্ষুদের কথাই ধরুন না ৷ গরমের ছুটির সময় যখন হস্টেলের অন্যান্য বাচ্চারা বাড়িতে ছুটি কাটাতে চলে গিয়েছে ৷ তখনও তাঁরা হস্টেলেই ৷ কেন না বিভিন্ন কারণে তাদের বাবা-মা বাড়িতে নিয়ে যাননি তাদের ৷
advertisement
advertisement
ছুটির সময় প্রায় শুনসান হস্টেল ৷ হঠাৎ একদিন তারা হস্টেলের চারপাশে কিছু অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করে ৷ শুরু হয় পর্যবেক্ষণ ৷ তারা জানতে পারে যে, ওই অচেনা মানুষগুলোও ওই হস্টেলেই থাকতে শুরু করেছে ৷ আর এরপর থেকেই গল্পের মোড় ঘুরে যায় ৷ রাতারাতি এই পাঁচ মুক ও বধির শিশুর মধ্যে গোয়েন্দ সত্তা জেগে ওঠে ৷ ওই অচেনা মানুষগুলোর উপর বেড়ে যায় নজরদারি ৷ মারাত্মক কিছু করার জল্পনা থাকলেও ৷
advertisement
অচেনা মানুষগুলোর সেই পরিকল্পনা কী করে তারা বানচাল করে দেয়, সেই রোমহর্ষক গল্পই বলতে আসছে পরিচালক সুদীপ দাসের ছবি ‘শব্দ কল্প দ্রুম’৷ আগামী ৬ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ মুক ও বধির শিশুদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আনন্দ-নিরানন্দ, নিজেদের মধ্যে কথাবার্তার সঙ্কেত এ সব নিয়ে পঙ্কজ দাস প্রযোজিত এই ছবিতে অন্য ধরনের স্বাদ পাবেন দর্শকরা ৷ ছবিতে পাঁচটি শিশুর চরিত্রে অভিনয় করেছেন সম্রাট বণিকে, সুহৃদ চৌধুরী, অঙ্কিতা প্রামাণিক, সোহম রায়, নৌসিন দাস ৷ এছাড়া এই ছবিতে দেকা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে ৷ সঙ্গে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং সুমিত সমাদ্দার ৷ এছাড়া এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে একটি আবৃত্তিও শোনা যাবে ৷
advertisement
2
‘শব্দ কল্প দ্রুম’ছবিতে সমদর্শী দত্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং ধৃতিমান চট্টোপাধ্যায় ৷ ছবি: আরোন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট
পাঁচ বছর আগেই তৈরি হয়েছিল নব্বই মিনিটের এই ছবি ৷ তবে, ছবির প্রযোজক পঙ্কজ দাস অসুস্থ থাকায় ছবিটি মুক্তি পেতে দেরি হল ৷ তবে, পরিচালকের দাবি এক্কেবারে অন্য ধরনের একটি ছবির উপহার পাবেন বাঙালি দর্শকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাঁচ মুক ও বধির ক্ষুদে গোয়েন্দার গল্প নিয়ে আসছে ‘শব্দ কল্প দ্রুম’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement