Home /News /entertainment /
Bengali Film Shrimati: 'যারা ঘর সামলান, তাদের কি কোনও সম্মান নেই?' পরিচালক অর্জুনের এই চিন্তাভাবনায় তৈরি হয়েছে ছবি শ্রীমতী

Bengali Film Shrimati: 'যারা ঘর সামলান, তাদের কি কোনও সম্মান নেই?' পরিচালক অর্জুনের এই চিন্তাভাবনায় তৈরি হয়েছে ছবি শ্রীমতী

Tollywood News: তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন সঙ্গীত পরিচালক সৌম্যরীত৷

  • Share this:

#কলকাতা: ছোটবেলা থেকে মা-দিদার প্রভাব ছিল খুব বেশি৷ দিদার কাছে বড় হয়েছেন৷ সংসারের সব গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতেন মা৷ এক পয়সা রোজগার না করেও তিনিই ছিলেন বাড়ির কর্ত্রী৷ ফলে বড় হয়ে যখন ছবি বানানোর পথে হাঁটলেন পরিচালক অর্জুন দত্ত, তখন তাঁর ছবির গল্পে উঠে এল মহিলাদের কাহিনি৷ বিশেষ করে তাদের গল্প যাদের কাছে জীবনের অর্থ হল সংসার সামলানো, সন্তানকে কোলে পিঠে করে,আঁকড়ে বড় করা৷

আরও পড়ুন Rachana Banerjee's son birthday: ইলিশ ভাজা থেকে পায়েস, ছেলের জন্মদিনে থালা সাজিয়ে দিলেন 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়

এর সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতার কোনও বিরোধ নেই৷ কারণ স্বামী-সংসার-সন্তান নিয়েই থাকতে চান তারা৷ ইকোনমিক ইন্ডিপেনডেন্স বা আর্থিক স্বাধীনতাকে তুড়ি মেরে ঘরের দিকে মন দিতে বেশি সচ্ছন্দ্য বোধ করেন তারা৷ এর সঙ্গে তো নারীমুক্তি বা নারী আন্দোলনের কোনও বিরোধ নেই৷ কারণ এই মেয়েরাও নিজেদের মতো করেই বাঁচতে ভালবাসেন৷ সংসারের জাঁতাকলেই নিজেদের শান্তি খুঁজে পান, মুক্তির পথ পান৷ এভাবেই তাঁরা স্বাধীন৷ এই সব মেয়েদের কথাই বলতে চেয়েছেন পরিচালক অর্জুন দত্ত, তাঁর ছবি শ্রীমতী-তে৷

হোম মেকার বা বাড়ির গৃহিনীদের গল্প উঠে আসবে এই ছবিতে৷ সাধারণ বাড়ির, সাধারণ শ্রীমতীর গল্প৷ সমাজের প্রত্যাশায় নিজের অবস্থান বদলাতে চায় সে, খুশি থেকে অসন্তোষে ভরে ওঠে তার জীবন৷ "আমার খুব অবাক লাগে যখন নারী শক্তি বা এধরনের কোনও আলোচনায় শুধুমাত্র কর্মরত মহিলারাই ডাক পান৷ বাড়ির গৃহিনীরা কেন মঞ্চে উঠে কথা বলতে পারেন না? আমার অনেক বন্ধুই তো রয়েছেন যারা উচ্চ শিক্ষিত, এবং সংসার করতে চান৷ এতে তো অন্যায় কিছু নেই৷" স্পষ্ট করছেন পরিচালক অর্জুন৷ শ্রীমতী মুক্তি পাবে ৮ই জুলাই৷ মূল চরিত্রে স্বস্তিকা৷ রয়েছেন সোহম৷ সঙ্গীত পরিচালনায় সৌম্যরীত৷ অর্জুনের মতো এই মতে তিনিও বিশ্বাসী৷

ছবিতে তিনটি গান রয়েছে৷ সুর এবং কথা, দুইয়ের ভার ছিল সৌম্যরীতের উপর৷ ছবির মধ্যে রয়েছে কিছু rap. এগুলো অভিনেতাদের দিয়েই করানোর সিদ্ধান্ত নেন পরিচালক এবং সঙ্গীত পরিচালক৷ ছবির গল্প অনেক আগেই শুনেছিলেন রীত৷ তবে ছবিটি তৈরি হতে কিছুটা সময় লেগে গিয়েছে৷ ছবিতে তিনটি ভিন্ন স্বাদের গানের থেকেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছুটা বেশি উত্তেজিত রীত৷ "দেশজুড়ে সব শ্রীমতীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বা বলা ভাল তাদের কথা মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড স্কোরে কর্ণাটিক ক্ল্যাসিকল ব্যবহার করেছি৷ সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্রের ফিউশন করা হয়েছে৷" জানালেন শ্রীমতীর সঙ্গীত পরিচালক৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায়৷ হলমুখো হবেন সাধারণ জনতা, আশা ছবির সঙ্গে যুক্ত সকলের৷

Published by:Pooja Basu
First published:

Tags: Bengali Film, Shrimati

পরবর্তী খবর