Ethos of Darkness: ডার্করুমের অজানা ছবি, ‘ইথোস অফ ডার্কনেস’-এর জন্য জাতীয় পুরস্কার বাঙালি পরিচালককে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ethos of Darkness: অ্যাসিস্ট্যান্ট অবজারভার হিসেবে কাজ শুরু করেছিলেন অভিজিৎ বাবু। সেই থেকেই ছবি তৈরি শিল্পের নেপথ্যের সমস্ত বিষয় নিয়ে গবেষণা শুরু তাঁর। এত বছরের অভিজ্ঞতাই এই ছবির জন্ম দিয়েছে।
কলকাতা: জাতীয় পুরস্কার পেলেন নির্মাতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জাতীয় পুরস্কারের মঞ্চে উজ্জ্বল নক্ষত্র বাংলার পরিচালক। সেরা বিজ্ঞান ও প্রযুক্তিমূলক ছবি ‘ইথোস অফ ডার্কনেস’-এর জন্য বিশেষ ভাবে সম্মানিত হলেন তিনি। সেই সম্মানীয় পুরস্কার গ্রহণ করার সময়ে তাঁর পরনে ছিল ধুতি এবং পাঞ্জাবি।
অ্যাসিস্ট্যান্ট অবজারভার হিসেবে কাজ শুরু করেছিলেন অভিজিৎ বাবু। সেই থেকেই ছবি তৈরি শিল্পের নেপথ্যের সমস্ত বিষয় নিয়ে গবেষণা শুরু তাঁর। এত বছরের অভিজ্ঞতাই এই ছবির জন্ম দিয়েছে।
advertisement
ছবিটি বানানো হয়েছে রিল ডেভেলপারদের নিয়ে। ক্ষতিকর রাসায়নিক ঘেঁটেই রিল বানানোর কাজ হত। সামান্য কিছু টাকার বিনিময়ে বছরের পর বছর এই কাজ করে গিয়েছেন কত কত মানুষ। অভিজিৎ বাবুর ছবিতে তাঁরাই নায়ক।
advertisement
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে নির্মাতা জানান, লকডাউনের সময় থেকে কাজ শুরু হয়েছে। একাধিক নির্মাতার সঙ্গে কথা বলা, ল্যাবরেটরি খুঁজে পাওয়া, ডার্ক রুমের বন্দোবস্ত করা, ইত্যাদি সবরকমের প্রক্রিয়া শেষে তৈরি হল ইথোস অফ ডার্কনেস’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 8:40 PM IST