Tollywood Cinema: শ্যুটিং ফ্লোরে জোড়া খুন! করল কে? রহস্য উদ্ধার করতে গিয়েই...!

Last Updated:

Tollywood Cinema: থ্রিলারের মোড়কে টলি পাড়ায় নতুন গল্প।প্রকাশ্যে এল ছবির নাম। একগুচ্ছ তারকা নিয়ে আসছে "মহরত"। এবারে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প তৈরি করেছেন পরিচালক আতিউল ইসলাম।

টলিউডে নতুন থ্রিলার 'মহরত'
টলিউডে নতুন থ্রিলার 'মহরত'
কলকাতা: থ্রিলারের মোড়কে টলি পাড়ায় নতুন গল্প।প্রকাশ্যে এল ছবির নাম। একগুচ্ছ তারকা নিয়ে আসছে “মহরত”। এবারে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প তৈরি করেছেন পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে ছবির টিজার পোস্টার। ছবির নাম “মহরত”। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি “মহরত” এর। মুখ্য চরিত্রে মীর আলম, ঋত্বিকা সেন, দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, ঋষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপি ঘোষ প্রমুখ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত কে। তাঁর লুকও বেশ ইন্টারেস্টিং।
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায় কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখোপাধ্যায় ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখোপাধ্যায়।
advertisement
advertisement
অন্যদিকে সিআইডির দুই দাপুটে তদন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখোপাধ্যায়ের খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউজ ।কোনদিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া।
advertisement
তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে। ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পাবে ছবি ‘মহরত’। বাজার চলতি আর পাঁচটা রহস্যের গল্প থেকে কতটা আলাদা এই ‘ মহরত’ সেটা তো সময় বলবে। তবে টিজার যে বেশ মনে ধরেছে দর্শকদের তা বোঝাই যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Cinema: শ্যুটিং ফ্লোরে জোড়া খুন! করল কে? রহস্য উদ্ধার করতে গিয়েই...!
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement