ভাঙা অবস্থাতে নয়, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! পোস্ট করলেন শ্রাবন্তী

Last Updated:

ঠিক কী হয়েছে শ্রাবন্তীর ? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর?

#কলকাতা: ঠিক কী হয়েছে শ্রাবন্তীর ? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর? যেদিন থেকে শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়৷ সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে ! তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দু’জনেই ৷
তবে রোশনই অবশ্য প্রথমে মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা ৷  ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউ-ই ৷ তবে ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী ৷
advertisement
advertisement
এই যেমন সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের শোরগোল ৷ যেভাবে শ্রাবন্তী তাঁর পোস্টে ‘স্ট্র উইম্যান’-এর কথা লিখেছেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই জল্পনা শুরু করে ফেলেছেন ৷
শ্রাবন্তী পোস্টে লিখলেন, ‘তুমি আমাকে ভাঙতেই পারো, তবে তার স্থায়িত্ব অল্পদিনের ৷ যে আসল নারী সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷’
advertisement
অনেকে তো মনে করছেন, শ্রাবন্তীর এই স্ট্রং হওয়ার ব্যাপারটা নতুন কোনও ঝড়ের সন্ধান দিচ্ছে ৷ অনেকে মনে করছেন, হয়তো স্বাধীনতার স্বাদ পেতেই রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী ৷ তবে সবই এখন জল্পনা৷ যতক্ষণ না এই নিয়ে শ্রাবন্তী ও রোশন স্পষ্টভাবে মুখ খুলছেন, ততক্ষণ নানা স্পেকুলেশন, গুঞ্জন চলবেই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাঙা অবস্থাতে নয়, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! পোস্ট করলেন শ্রাবন্তী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement