ভাঙা অবস্থাতে নয়, আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! পোস্ট করলেন শ্রাবন্তী
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ঠিক কী হয়েছে শ্রাবন্তীর ? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর?
#কলকাতা: ঠিক কী হয়েছে শ্রাবন্তীর ? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর? যেদিন থেকে শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়৷ সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে ! তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দু’জনেই ৷
তবে রোশনই অবশ্য প্রথমে মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা ৷ ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউ-ই ৷ তবে ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী ৷
advertisement
advertisement
এই যেমন সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের শোরগোল ৷ যেভাবে শ্রাবন্তী তাঁর পোস্টে ‘স্ট্র উইম্যান’-এর কথা লিখেছেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই জল্পনা শুরু করে ফেলেছেন ৷
শ্রাবন্তী পোস্টে লিখলেন, ‘তুমি আমাকে ভাঙতেই পারো, তবে তার স্থায়িত্ব অল্পদিনের ৷ যে আসল নারী সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷’
advertisement
অনেকে তো মনে করছেন, শ্রাবন্তীর এই স্ট্রং হওয়ার ব্যাপারটা নতুন কোনও ঝড়ের সন্ধান দিচ্ছে ৷ অনেকে মনে করছেন, হয়তো স্বাধীনতার স্বাদ পেতেই রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী ৷ তবে সবই এখন জল্পনা৷ যতক্ষণ না এই নিয়ে শ্রাবন্তী ও রোশন স্পষ্টভাবে মুখ খুলছেন, ততক্ষণ নানা স্পেকুলেশন, গুঞ্জন চলবেই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2020 12:33 PM IST