Soumitrisha: নির্বাচনে বিরাট চমক! ভোটপ্রচারে রাজের গাড়িতে সৌমিতৃষা, যোগ দিচ্ছেন নাকি তৃণমূলে?

Last Updated:

Soumitrisha: আদৃত-কৌশাম্বির বিয়ে-রিসেপশনে গরহাজিরের পর বিরাট চমক দিলেন টলিউড অভিনেত্রী৷ এবার সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গেল তৃণমূলের ভোটপ্রচারের মঞ্চে৷ পরিচালক রাজ চক্রবর্তীর ভোটপ্রচারে যোগ দিয়েছিলেন অভিনেত্রী৷

ভোটপ্রচারে রাজের গাড়িতে সৌমিতৃষা
ভোটপ্রচারে রাজের গাড়িতে সৌমিতৃষা
কলকাতা: মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে দিনভর চলছে চর্চা৷ কোনও না কোনও কারণে তিনি হামেশাই শিরোনামে উঠে আসেন৷ মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর বিয়ে ও রিসেপশনে চাঁদের হাট বসলেও দেখা মেলেনি অভিনেত্রী৷ তারপর থেকেই জোর জল্পনা দানা বাঁধতে শুরু করেছে সৌমিতৃষাকে নিয়ে৷ তবে তিনিও চুপ থাকার পাত্রী নন, তাকে নিয়ে যে চর্চা চলছিল তা বেশ চুটিয়ে উপভোগ করেছেন তিনি, সেটাও তিনি বেশ শক্তভাবে বুঝিয়ে দিয়েছেন৷
আদৃত-কৌশাম্বির বিয়ে-রিসেপশনে গরহাজিরের পর বিরাট চমক দিলেন টলিউড অভিনেত্রী৷ জোরকদমে চলছে ভোটপ্রচার৷ এবার সৌমিতৃষা কুণ্ডুকে দেখা গেল তৃণমূলের ভোটপ্রচারের মঞ্চে৷ পরিচালক রাজ চক্রবর্তীর ভোটপ্রচারে যোগ দিয়েছিলেন অভিনেত্রী৷ সম্প্রতি সৌমিতৃষার ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানেই দেখা গিয়েছে অভিনেত্রীকে৷
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হুড খোলা গাড়িতে রাজের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সৌমিতৃষা৷ লাল পোশাকে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী৷ সাদা পাঞ্জাবিতে দেখা গিয়েছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীকে৷ অভিনেত্রীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা৷ সকলেই রাজ ও সৌমিতৃষাকে ফুল ছুড়তে থাকেন৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
রাজের ভোটপ্রচারে তৃণমূলের ব়্যালিতে অভিনেত্রীকে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে৷ তবে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন সৌমিতৃষা? যদিও সেই প্রশ্নের কোনও উত্তর এখনও জানা যায় নি৷ আপাতত পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা বাড়ছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soumitrisha: নির্বাচনে বিরাট চমক! ভোটপ্রচারে রাজের গাড়িতে সৌমিতৃষা, যোগ দিচ্ছেন নাকি তৃণমূলে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement