Actor Battling Cancer: শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম', চলছে মৃত্যুর সঙ্গে লড়াই

Last Updated:

Actor Battling Cancer: গুরুতর অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা উদয় শঙ্কর পাল৷ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার৷

উদয় শঙ্কর পালবিছানায় শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম'
উদয় শঙ্কর পালবিছানায় শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম'
কলকাতা: বিনোদন জগতে জন্য সময়টা মোটেই ভাল নয়৷ একের পর এক খারাপ খবরে সকলের মন ভারাক্রান্ত৷ গুরুতর অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা উদয় শঙ্কর পাল৷ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার৷ এই খবর শোনা মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন ভক্তরা৷
থিয়েটার দিয়েই পথচলা শুরু অভিনেতার৷ একের পর এক ছবিতে একাধিক চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ভূতের ভবিষ্যতের ‘আত্মারাম’৷ শিল্পী অভিজিৎ পাল সোশ্যাল মিডিয়ায় তাঁর এই শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছেন৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
advertisement
অভিজিৎ পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার প্রিয় উদয় দা। আমাদের সব্বার প্রিয় @আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা।এতো আড্ডা এতো স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছেড়া। এতো ভাবনা এতোপথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এতো কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনোদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী। তুমি জানি না আর কতদিন আছো!!আমাদের নতুন ছবির কাজ (যা গত তিন বছর ধরে সাজিয়েছি ) এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল । গরমের জন্য কটাদিন পিছোতে বল্লে,তোমার ফোন কি আর আসবে উদয় দা৷’
advertisement
অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শুনে হতবাক হয়ে গেছেন তাঁর অনুরাগীরা৷ দীর্ঘদিন থিয়েটার , অভিনয়, নাটক করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি৷ সূত্রের খবর,বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ৷ স্টেজ থ্রি লিভার ক্যানসারে আক্রান্ত৷ বিছানায় শয্যাশায়ী৷ মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলছেন তিনি৷ আজ এই শিল্পীর পাশে কেউ নেই, যা একজন শিল্পীর কাছে যন্ত্রণাদায়ক৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Battling Cancer: শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম', চলছে মৃত্যুর সঙ্গে লড়াই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement